অ্যাপশহর

তপ্ত কাশ্মীরে সংঘর্ষে নিহত ৩ সাধারণ নাগরিক, ইটে ঘায়েল ৬০ নিরাপত্তাকর্মীও

কাশ্মীরের বুড়গামে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যুগপত্‍‌ আক্রমণের মুখে পড়তে হল ভারতীয় নিরাপত্তা বাহিনীকে।

EiSamay.Com 29 Mar 2017, 12:09 am
এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের বুড়গামে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যুগপত্‍‌ আক্রমণের মুখে পড়তে হল ভারতীয় নিরাপত্তা বাহিনীকে। বিক্ষোভকারীদের ছোড়া পাথরে মারাত্মক ঘায়েল হয়েছেন ৬০ নিরাপত্তা কর্মী। এর মধ্যে ৪০ জনই সিআরপিএফের জওয়ান। জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারের সময় তিন সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন।
EiSamay.Com jk 3 civilians killed 60 security personnel injured in budgam clash
তপ্ত কাশ্মীরে সংঘর্ষে নিহত ৩ সাধারণ নাগরিক, ইটে ঘায়েল ৬০ নিরাপত্তাকর্মীও


রাতে সিআরপিএফের তরফে বলা হয়, মঙ্গলবার বুড়গামে যা ঘটেছে, আগে কখনও এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। বিক্ষোভকারীদের ছোড়া মুহুর্মুহু পাথরবৃষ্টির মধ্যেই জঙ্গিদের বিরুদ্ধে বাহিনীকে লড়তে হয়। যার জন্য লড়াইটা আরও কঠিন হয়ে দাঁড়ায়। ৪০ জন সিআরপিএফ জওয়ান ছাড়াও ২০ জন পুলিশকর্মী পাথরে জখম হয়েছেন।

সিআরপিএফের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সঞ্জয় কুমার জানিয়েছেন, বিক্ষোভকারীদের কারণে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে বেগ পেতে হয়। তাঁর অভিযোগ, নিরাপত্তা বাহিনীর উপর এ ভাবে হামলা করে, জঙ্গিদের দিক থেকে মনোযোগ ঘোরাতে বাধ্য করে বিক্ষোভাকারীরা। জঙ্গিদের পালিয়ে যাওয়ারও একটা সুযোগ করে দেয়।

পুলিশ সূত্রে খবর, যে তিন সাধারণ নাগরিক এদিন প্রাণ হারিয়েছেন, তাঁদের বয়স কুড়ির আশপাশে।

ডিআইজির বক্তব্য, জঙ্গিবিরোধী অভিযানে উপত্যকার মানুষ যে ভাবে বাধা সৃষ্টি করছেন, তা একদমই অনুচিত। আমাদের ডিউটি আমাদের করতে দিতে হবে। অভিযানের সময় সাধারণ মানুষকে সংশ্লিষ্ট এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

তিন নাগরিক যে নিরাপত্তা বাহিনীর গুলিতেই নিহত হয়েছেন, তা স্বীকার করে নেন পুলিশের এই কর্তা। তাঁর কথা অনুযায়ী, জঙ্গিদের সঙ্গে যখন গুলির লড়াই চলছে, তখনই একদল যুবক নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে পাথর ছুড়তে থাকে। ফলে বাধ্য হয়েই বাহিনীকে গুলি চালাতে হয়। তাতেই তিন যুবক প্রাণ হারান। জখম হয়েছেন ১৭ জন।

সিআরপিএফের তরফে জানানো হয়, জঙ্গিদের উপস্থিতির কথা সূত্র মারফত্‍‌ জানতে পেরেই বুড়গামে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। এলাকার মানুষের বিক্ষোভে তা সংঘর্ষের রূপ নেয়।

পরে সেনা প্রধান বিপিন রাওয়াত কড়া ভাষায় বলেন, কাশ্মীরে জঙ্গি অভিযানে যারা ক্রমাগত বাধা দিয়ে চলেছে, তাদের জঙ্গি মদতপুষ্ট বলেই ধরে নেওয়া হবে। সেইমতোই পদক্ষেপ করা হবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল