অ্যাপশহর

বিয়ে করবে না মানে? সবক শেখাতে প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ল যুবতী!

এখানেই শেষ নয়। অ্যাসিড ছোড়ার পর একটি ছুরি এলোপাথাড়ি চালায় প্রেমিকের মুখে।

EiSamay.Com 18 Jan 2017, 12:40 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রস্তাব খারিজ করে দেওয়ায় রাগে প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ে দিল এক যুবতী। এখানেই শেষ নয়। অ্যাসিড ছোড়ার পর একটি ছুরি এলোপাথাড়ি চালায় প্রেমিকের মুখে। জয়কুমার নামে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ওই যুবতীকে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বিজয়নগর এলাকায়।
EiSamay.Com jilted lover throws acid at boyfriend for refusing to marry her
বিয়ে করবে না মানে? সবক শেখাতে প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ল যুবতী!


যত কাণ্ড বেঙ্গালুরুতে! বর্ষবরণের রাতে মহিলাদের গণ-শ্লীলতাহানির ঘটনার রেশ এখনও কাটেনি, এরই মধ্যে আরও একটি নৃশংস ঘটনা প্রশ্ন তুলে দিল দেশের তথ্যপ্রযুক্তির রাজধানী শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। পুলিশের বয়ানে স্পষ্ট, খুব পরিকল্পিত ভাবেই হামলা চালায় ওই যুবতী। মঙ্গলবার রাতে পেশায় ব্যবসায়ী জয়কুমার ও তাঁর ভাই মোটবাইকে বাড়ি ফিরছিলেন। বিজয়নগরের কাছে একটি স্কুটার নিয়ে আক্রমণ করে মেয়েটি।

কেউ যাতে চিনতে না পারে, তার জন্য কালো হেলমেটে মুখ ঢাকা ছিল। পরনে ছিল কালো পোশাক। স্কুটারের নম্বর প্লেটের উপরেও সাদা কাগজ চাপা ছিল। জয়রামদের বাইকের সামনে এসে এক বোতল অ্যাসিড সে ছুড়ে দেয় জয়রামের মুখে। আহত অবস্থাতেই ওই স্কুটারটিকে ধাওয়া করেন জয়রাম ও তাঁর ভাই। ধরেও ফেলেন। আততায়ীকে চিনতে হেলমেটটি খোলার চেষ্টা করলে, যুবতী একটি ছুরি এলোপাথাড়ি চালিয়ে দেয় জয়রামের মুখে। ওই অবস্থাতেই জয়রামের ভাই পুলিশে খবর দেয়। পুলিশ ওই যুবতীকে গ্রেপ্তার করে।

জয়রামের মুখের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। পুড়েছে গলার কাছেও। জানা গিয়েছে, ওই যুবতীর সঙ্গে জয়রামের প্রণয়ের সম্পর্ক প্রায় ৮ বছরের। সম্প্রতি জয়রাম অন্য একজনকে বিয়ে করবেন বলে ঠিক করেন। সেই থেকেই অশান্তির শুরু।

#Hurt by the rejection by her lover to get married, a 26-year-old woman allegedly attacked him with acid and a surgical knife. The incident took place in the Vijayanagar area of Bengaluru.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল