অ্যাপশহর

ফের ধাক্কা মহাজোটে, ঝাড়খণ্ডে একাই লড়বে জিতেন রাম মাঝির দল

তিনি স্পষ্ট করে দেন, কোনওরকম জোটে যাচ্ছে না তাঁর দল হিন্দুস্তান আওয়াম মোর্চা। শুধু ঝাড়খণ্ড নয়, বিহারের বিধানসভা ভোটেও একা লড়ার কথা এদিন ঘোষণা করেছেন জিতেন রাম মাঝি।

EiSamay.Com 8 Nov 2019, 4:40 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী ঝাড়খণ্ড বিধানসভা ভোটে একলা চলার সিদ্ধান্ত নিল হিন্দুস্তান আওয়াম মোর্চা। সংগঠনের নেতা তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি স্পষ্ট করে দেন, কোনওরকম জোটে যাচ্ছে না তাঁর দল হিন্দুস্তান আওয়াম মোর্চা। শুধু ঝাড়খণ্ড নয়, বিহারের বিধানসভা ভোটেও একা লড়ার কথা এদিন ঘোষণা করেছেন জিতেন রাম মাঝি।
EiSamay.Com 452509-jitan-ram-manjhi
মহাজোটো ভাঙন! একলা চলো রে...


তালিবানি হামলায় নিহত ৪ বিচারপতি

ঝাড়খণ্ডে এর আগে বাবুলাল মারান্ডির দলও মহাজোট থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেছে। একক ভাবে ৮১টি আসনে প্রার্থী দেবে বাবুলাল মারান্ডির দল। একে একে মহাজোট থেকে বেরিয়ে আসছে আঞ্চলিক দলগুলি। আসন ভাগাভাগি নিয়ে মতানৈক্যের কারণেই বিজেপির বিরুদ্ধে মহাজোট দানা বাঁধতে পারছে না।

পাকিস্তানে হিন্দু ছাত্রীকে ধর্ষণ করেই খুন, বলছে অটোপসি রিপোর্ট

মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা ভোটের পর নতুন উদ্যমে ময়দানে নেমেছে কংগ্রেস। সে কারণেই আঞ্চলিক দলগুলির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ তৈরি হচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে। এই সুযোগের ফায়দা নিতে তৈরি বিজেপি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল