অ্যাপশহর

সম্পর্কে ইতি! কেজরিওয়ালের থেকে বকেয়া ₹ ২ কোটি ফি দাবি জেঠমালানির

অরবিন্দ কেজরিওয়ালের পরামর্শদাতা এবং আইনজীবীর দায়িত্ব আগামীদিনে নিতে নারাজ রাম জেঠমালানি।

Ei Samay 26 Jul 2017, 10:13 am
এই সময় ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের পরামর্শদাতা এবং আইনজীবীর দায়িত্ব আগামীদিনে নিতে নারাজ রাম জেঠমালানি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কেজরিওয়ালের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন তাতে দিল্লির মুখ্যমন্ত্রীর হয়ে লড়ছিলেন জেঠমালানি।
EiSamay.Com jethmalani quits as kejriwals counsel seeks rs 2 crore fee
সম্পর্কে ইতি! কেজরিওয়ালের থেকে বকেয়া ₹ ২ কোটি ফি দাবি জেঠমালানির


১৭ মে আদালতে দাঁড়িয়ে অরুণ জেটলির বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য জেঠমালানি করেন তার পরিপ্রক্ষিতে কেজরিওয়াল বলেন, তিনি এমন কোনও ভাষা ব্যবহার করতে তাঁকে বলেননি। এর উত্তরে দিল্লির মুখ্যমন্ত্রীকে দেওয়া একটি চিঠিতে রাম জেঠমালানি অভিযোগ করেন যে তিনি যে ভাষা সেদিন আদালতে ব্যবহার করেছিলেন, তার থেকেও কুরুচিকর মন্তব্য ও ভাষা কেজরিওয়াল ব্যবহার করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে, তাঁর সঙ্গে ব্যক্তিগত আলোচনার সময়ে।

তিনি যে আর কেজরিওয়ালের হয়ে মামলা লড়তে ইচ্ছুক নন তা স্পষ্ট করে জানিয়ে দিয়ে পাওনা ২ কোটি টাকা অবিলম্বে মিটিয়ে দিতে বলেছেন রাম জেঠমালানি।

১৭ মে-র শুনানিতে জেঠমালানি সওয়াল জবাবের সময়ে অরুণ জেটলিকে উদ্দেশ্য করে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন এবং তাঁকে অপরাধীও বলেন। জেটলি তখন তাঁকে জিজ্ঞাসা করেন তিনি যে ভাষা ব্যবহার করছেন তা অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে কি না। এর উত্তরে জেঠমালানি জানান কেজরিওয়ালের কথাতেই তিনি সব করছেন। আরও একটি ১০ কোটি টাকার মানহানির মামলা করেন অরুণ জেটলি।


এরপরেই কেজরিওয়াল দিল্লি হাইকোর্টে একটি হলফনামা জমা দেন যেখানে তিনি বলেন এমন কোনও কুরুচিকর মন্তব্য করার নির্দেশ তিনি রাম জেঠমালানিকে দেননি।


খবরটি ইংরেজিতে পড়তে click করুন

# Jethmalani has quit as Kejriwal’s counsel in the civil and criminal defamation cases filed by Arun Jaitley.

# The lawyer accused Kejriwal of using offensive language against Jaitley during private discussions on the case.

# Jethmalani also told the CM to settle his legal fee of around Rs 2 crore.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল