অ্যাপশহর

কাশ্মীরের ত্রালে CRPF শিবিরে গ্রেনেড হামলা, জখম জওয়ান

গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। যদিও, এক সিআরপিএফ জওয়ান ঘায়েল হয়েছেন। তবে, আঘাত গুরুতর নয় বলেই সিআরপিএফ সূত্রে জানানো হয়েছে।

EiSamay.Com 17 Apr 2019, 10:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পুলওয়ামার ত্রালে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, সিআরপিএফের শিবির লক্ষ্য করে গ্রেনেড হামলা চালাল সন্ত্রাসবাদীরা। গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায়, বড় কোনও ক্ষতি হয়নি। তবে, সিআরপিএফের ওই ক্যাম্পের হেড কনস্টেবল জখম হয়েছেন। যদিও তাঁর আঘাত গুরুতর কিছু নয় বলে সিআরপিএফ সূত্রে খবর।
EiSamay.Com CRPF


বৃহস্পতিবার দ্বিতীয় দফায় জম্মু-কাশ্মীরের দুটি আসন-- শ্রীনগর ও উধমপুরে নির্বাচন রয়েছে। তার আগে পুলওয়ামায় এই জঙ্গি হামলা। গত মঙ্গলবারও ত্রালে একই কায়দায় ন্যাশনাল কনফারেন্স নেতা মুহাম্মদ আশরাফ ভাটের বাড়ির সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল