অ্যাপশহর

ফের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল ভারতীয় সেনা, খতম ২ পাক জঙ্গি

প্রায় দু-মাসের ব্যবধানে ফের একবার বড় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল ভারতীয় সেনা। ১ জুনের পর ২৮ জুলাইয়ের রাত। দু'টি ক্ষেত্রেই জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল জম্মু-কাশ্মীরের রাজৌরির নৈশেরা সেক্টর দিয়ে।

EiSamay.Com 29 Jul 2020, 8:28 am
এই সময় ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধাকারে বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা ফের ভণ্ডুল করে দিল ভারতীয় সেনা। মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায়, নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে দুই পাকিস্তানি জঙ্গি। সংঘর্ষে ঘায়েল হয়েছে আরও এক জঙ্গি।
EiSamay.Com Indian_Army_PTI
ভারতীয় সেনার গুলিতে খতম পাকজঙ্গি...


সেনা সূত্রে খবর, রাতের অন্ধকারে রাজৌরির নৌশেরা সেক্টরে সন্দেহজনক গতিবিধি দেখে সন্দেহ হয়। চ্যালেঞ্জ করলে গুলি ছোড়ে। পালটা গুলিতে নিকেশ করা হয় ওই দুই জঙ্গিকে।

জানা গিয়েছে, সংক্ষিপ্ত গুলির লড়াই ছাড়াও বিস্ফোরণ হয়। কোনও জঙ্গি ল্যান্ডমাইনে পা দেওয়ার কারণেই এই বিস্ফোরণ। নিহত দুই পাকজঙ্গির দেহ রাতে উদ্ধার করা হয়নি। বুধবার সকালে দেহদু'টি উদ্ধার করা হবে। রাতের ওই সংঘর্ষের পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এই তিন জনের জঙ্গি আর কোনও জঙ্গি ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হতেই এই তল্লাশি।

১ জুন কাশ্মীরের এই একই অঞ্চলে তিন পাকজঙ্গিকে খতম করে আরও একটি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দেয় বাহিনী। উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র।

আরও পড়ুন: কাশ্মীরে সতর্ক সেনা, অনুপ্রবেশ করতে গিয়ে খতম ১৩ পাকজঙ্গি

চলতি বছরের জুলাইয়ে এখনও পর্যন্ত কাশ্মীরে কমপক্ষে ১৩০ জঙ্গিকে খতম করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এর মধ্যে শুধু জুন মাসে ৪৮ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে স্থানীয় হিজবুল মুজাহিদিনের শীর্ষ জঙ্গি রিয়াজ নাইকু। হিজবুলের এই শীর্ষ কম্যান্ডারকে গত মে মাসে বৈঘপোরায় অভিযান চালিয়ে খতম করা হয়। এ বছর এটাই এখনও পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য। এর মধ্যে শুধু অনুপ্রবেশের সময় নিকেশ ৯৮ জঙ্গি।

আরও পড়ুন: নেপাল হয়ে ভারতে ঢুকেছে ৭ পাকজঙ্গি, জারি হাই অ্যালার্ট

বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে, মঙ্গলবার বিকেলে আবারও কাশ্মীরের কুপওয়ারা জেলায় গোলাবর্ষণ করল পাকিস্তান। মর্টার ছাড়াও অন্যান্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। ভারতীয় সেনার চিনার কর্পস সূত্রে খবর, মাচেল ও গুগলধর সেক্টরে গোলাগুলি ছোড়ে পাকিস্তান। ভারতীয় সেনাও পাক হামলার পালটা জবাব দেয়। এখনও পর্যন্ত হামলায় হতাহতের খবর নেই।


চলতি বছরের শুরু থেকেই নিয়মিত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। এখনও পর্যন্ত এলওসি ও জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে ২,৪০০-র বেশি সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। যার প্রভাব পড়েছে জম্মু-কাশ্মীর সীমান্ত লাগোয়া মানুষগুলির জনজীবনে। পাক গুলিতে কেউ স্বজন হারিয়েছেন। কারও ঘর উড়ছে পাকগোলায়। মরেছে গোরুবাছুর। শিকেয় উঠেছে চাষবাস।

২০০৩ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি (ceasefire agreement) হয়েছিল। ভারতীয় সেনার একটি রিপোর্ট বলছে, সেই চুক্তির পর থেকে বিগত ১৬ বছরের মধ্যে ২০১৯ সালেই সবথেকে বেশি বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকসেনা।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করন।
https://t.me/EisamayNews

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

https://t.me/EiSamay_Entertainment

এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
https://t.me/Eisamay_Lifestyle

জীবন গড়ার দিশারি এই সময় ডিজিটাল। চাকরি বা শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। জাস্ট একটা ক্লিক এখানে।
https://t.me/Eisamay_jobs_Education

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল