অ্যাপশহর

উরি হামলার পেছনে জইশ, মিলল পাক যোগের প্রমাণ

হামলাকারীদের যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন DGMO।

EiSamay.Com 18 Sep 2016, 6:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উরিতে হামলা চালিয়েছে জইশ-ই-মহম্মদ। হামলাস্থল থেকে জঙ্গিদের যে সব জিনিসপত্র উদ্ধার করা হয়েছে, তার উপর খোদাই করা রয়েছে পাকিস্তানের নাম বা প্রতীক। মিলিটারি অপারেশনসের ডিরেক্টর জেনারেল (DGMO) রণবীর সিং একথা দাবি করে জানিয়েছেন, এই কথা পাকিস্তানকে জানিয়ে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
EiSamay.Com jaish terrorists behind uri attack had items with pakistani markings army
উরি হামলার পেছনে জইশ, মিলল পাক যোগের প্রমাণ


রবিবারের হামলা ও শহিদ ১৭ জওয়ান সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর পাশাপাশি DGMOর দাবি, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, হামলাকারীরা সবাই বিদেশি জঙ্গি। তারা প্রত্যেকে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য। যে জঙ্গিরা হামলা চালিয়েছিল, তাদের সঙ্গে ছিল প্রচুর অস্ত্রশস্ত্র। এখনও পর্যন্ত নিহত জঙ্গিদের থেকে চারটি একে-৪৭ রাইফেল ও চারটি আন্ডার ব্যারেল গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী।

হামলাকারীদের যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়ে DGMO বলেন, 'আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে যেকোনও রকম খারাপ আকারের পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার জন্য সেনা বাহিনী তৈরি হচ্ছে। এর যোগ্য জবাব দেওয়া হবে।' পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখতে শ্রীনগরে পৌঁছে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর।

রবিবার ভোর রাতে উত্তর কাশ্মীরের উরি সেক্টরে সেনা ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি। শহিদ হন ১৭ জন জওয়ান। পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে ৪ জঙ্গির।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল