অ্যাপশহর

যাত্রী-সঙ্গী পায়রাও! হুলস্থুল কাণ্ড বিমানে, দেখুন

অহমদাবাদ থেকে জয়পুরগামী গো এয়ার ফ্লাইটে হুট করেই ঢুকে পড়ল পায়রা। পায়রা ঢুকল। গোটা প্লেনজুড়ে বিস্তর হইচইও হল। আর তারই কারণে ৩০ মিনিট লেট হল গো এয়ার-এর ওই ফ্লাইট। জয়পুর এয়ারপোর্টে নেমেই যাত্রীরা বিষয়টি নিয়ে অভিযোগ করেন।

TNN & Agencies 29 Feb 2020, 2:01 pm

হাইলাইটস

  • একটা সময়ে ঘটনাটি চূড়ান্ত হাস্যস্পদ হয়ে ওঠে। যাত্রীরা সবাই রাগে গজগজ করছিলেন ঠিকই। কিন্তু হাসছিলেনও।
  • কেউ আবার পুরো ঘটনার ভিডিয়ও করছিলেন।
  • তবে যাত্রীদের রাগের আরও বড় কারণ ছিল, কেবিন ক্রিউ এবং অন্যান্য মহলের কিংকর্তব্যবিমূঢ় অবস্থা।
EiSamay.Com jaipur bound go air flight delayed by 30 mins because of a pigeon spotted inside the plane
যাত্রী-সঙ্গী পায়রাও! হুলস্থুল কাণ্ড বিমানে, দেখুন
এই সময় ডিজিটাল ডেস্ক: ডমেস্টিক এয়ারপ্লেনে হুট করে পাখি ঢুকে পড়ার ঘটনা যেন আজকাল বড্ড কমন। তবে শুক্রবার সন্ধের ঘটনা যেন সত্যিই অন্যরকম। অহমদাবাদ থেকে জয়পুরগামী গো এয়ার ফ্লাইটে হুট করেই ঢুকে পড়ল পায়রা। পায়রা ঢুকল। গোটা প্লেনজুড়ে বিস্তর হইচইও হল। আর তারই কারণে ৩০ মিনিট লেট হল গো এয়ার-এর ওই ফ্লাইট। জয়পুর এয়ারপোর্টে নেমেই যাত্রীরা বিষয়টি নিয়ে অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রীর কথায়, 'সবাই তখন ফ্লাইটে উঠে পড়েছে। ফ্লাইটের গেট যখন বন্ধ হয়ে যায়, এমনই সময়ে একজন যাত্রী লাগেজ সেল্ফ খুলে দেখেন। আর তা দেখতে গিয়েই পায়রাটিকে লক্ষ্য করেন তিনি।'

একটা সময়ে ঘটনাটি চূড়ান্ত হাস্যস্পদ হয়ে ওঠে। যাত্রীরা সবাই রাগে গজগজ করছিলেন ঠিকই। কিন্তু হাসছিলেনও। কেউ আবার পুরো ঘটনার ভিডিয়ও করছিলেন। তবে যাত্রীদের রাগের আরও বড় কারণ ছিল, কেবিন ক্রিউ এবং অন্যান্য মহলের কিংকর্তব্যবিমূঢ় অবস্থা।

আর এক যাত্রী বললেন, 'কিছু ক্ষণের জন্য প্লেনের ভিতরে বিস্তর গোলযোগের সৃষ্টি হয়। কেবিন ক্রিউরা আমাদের শান্ত করারই চেষ্টা করছিলেন। গ্রাউন্ড হ্যান্ডলিং স্টাফেরা বাকি সবাইকে শান্ত করার চেষ্টা করছিলেন। একই সঙ্গে সেই পায়রাকে প্লেনের বাইরে বের করারও কঠিন কসরত করে যাচ্ছিলেন তাঁরা।'

জয়পুর এয়ারপোর্টে এই ফ্লাইটের ঢোকার কথা ছিল সন্ধে ৬টা ১৫ মিনিটে। কিন্তু প্রায় আধ ঘণ্টা লেট করার কারণে ৬টা ৪৫ মিনিটে ফ্লাইট পৌঁছয় জয়পুর এয়ারপোর্টে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল