অ্যাপশহর

৩১ জুলাই পর্যন্ত ওয়র্ক ফ্রম হোম তথ্যপ্রযুক্তি সংস্থায়: কেন্দ্র

বাড়ি থেকেই চলবে কাজ। ৩১ জুলাই পর্যন্ত নির্দেশিকা বহাল তথ্যপ্রযুক্তি সংস্থায়।

EiSamay.Com 29 Apr 2020, 12:24 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ৩১ জুলাই পর্যন্ত বাড়িতে বসেই কাজ করতে পারবেন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা। মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও টেলিকমিউনিকেশন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ সব রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রীদের সঙ্গে বৈঠকের শেষে এই তথ্যা জানিয়েছেন। এছাড়াও বাড়ি থেকে কাজ করতে গিয়ে তাঁদের যে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাও তুলে ধরতে বলা হয়েছে।
EiSamay.Com বাড়ি থেকেই চলবে কাজ
বাড়ি থেকেই চলবে কাজ


কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ড. সি এন অশ্বত নারায়ণ তথ্য প্রযুক্তি সংস্থার সমস্যা গুলি নিয়ে কথা বলেন। বাকিদেরও এই পরামর্শ দিয়েছেন। এমনকী এই মুহূর্তে কর্ণাটকের তথ্য প্রযুক্তি সংস্থা যে সব অসুবিধের মুখে পড়ছে সেই তথ্যও তিনি দেন। এর আগে সব সংস্থাকেই বলা হয়েছিল ৩০ এপ্রিল পর্যন্ত সব কর্মী যাতে বাড়ি থেকেই কাজ করতে পারেন সেই বিষয়ে খেয়াল রাখা। মঙ্গলবার বৈঠকের পর জানানো হয়েছে, পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা না করা পর্যন্ত জুলাই অবধি সকলেই বাড়ি থেকে কাজ করবেন।

রবি শঙ্কর আরও জানান, প্রথমদিকে বেশ কিছু সংস্থার কর্মীরা বাড়ি থেকে কাজের অনুমতি পাননি। কারণ নিরাপত্তার খাতিরে অনেক ফার্মই সেই অনুমতি দিতে চাননি। কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে সকলেই বাড়ি থেকে কাজ করতে বাধ্য। ভবিষ্যৎ সেই দিকেই এগোচ্ছে বলে মনে করেন মন্ত্রী। তিনি আরও বলেন, দরকারে আরও ভালো ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ইন্টারনেট সংযোগ তৈরি করতে হবে বাড়ি থেকে সকলে যাতে ভালো ভাবে কাজ করতে পারেন সব সংস্থাকেই এই দিকটি দেখতে হবে। বাড়ি থেকে কাজ করার ক্ষেত্রে, কিছু নিয়মও শিথিল করতে হবে সংস্থাকে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল