অ্যাপশহর

ডিসেম্বরে একসঙ্গে ৩০টি উপগ্রহ উৎক্ষেপণ ISRO-র

অগাস্টে প্রথম বেসরকারি উপগ্রহ (IRNSS-1H) উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর এই প্রথম মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ISRO

EiSamay.Com 31 Oct 2017, 4:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এক, দুই বা ১০ নয়। একসঙ্গে ৩০টি উপগ্রহ উৎক্ষেপণ করবে ISRO। সোমবার এই তথ্য জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। গত অগাস্টে প্রথম বেসরকারি উপগ্রহ (IRNSS-1H) উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর এই প্রথম মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ISRO। ডিসেম্বরে এই উৎক্ষেপণ হবে বলে জানানো হয়েছে।
EiSamay.Com isro to launch 30 satellites in one go in december
ডিসেম্বরে একসঙ্গে ৩০টি উপগ্রহ উৎক্ষেপণ ISRO-র


অন্যান্য উপগ্রহগুলির সঙ্গে ছাড়া হবে কার্টোস্যাট-২ সিরিজের উপগ্রহটিও। ISRO চেয়ারম্যান কিরণ কুমার জানান, ‘ডিসেম্বরের দ্বিতীয় পর্বে এই লঞ্চ করার পরিকল্পনা চলছে। কার্টোস্যাট-২ সিরিজ ছাড়াও অন্য উপগ্রহও থাকবে।’ শ্রীহরিকোটা থেকে PSLV-C40 রকেট ব্যবহার করে এই উৎক্ষেপণ করা হবে।

আরও পড়ুন: ​ শত্রুর ওপর নজর রাখতে ১৩ স্যাটেলাইটে ভরসা ভারতীয় সেনার

ISRO আধিকারিকরা জানিয়েছেন, এই মিশনে ২৫টি ন্যানো স্যাটেলাইট, ৩টি মাইক্রো স্যাটেলাইট এবং একটি কার্টোস্যাট ও একটি ইউনিভার্সিটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। কার্টোস্যাট স্যাটেলাইটের সঙ্গে অধিকাংশ স্যাটেলাইট অন্য দেশের হবে। মূলত আমেরিকা ও ফিনল্যান্ডের।

আরও পড়ুন: ইঞ্জিনিয়ার খুঁজছে ISRO, এক ক্লিকে জানুন আবেদনের পদ্ধতি

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল