অ্যাপশহর

দিল্লির পর মেঘালয়, CAA-সংঘর্ষে উত্তপ্ত শিলঙে নিহত ১!

উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি হয়েছে শিলংয়ে। ইন্টারনেট বন্ধ করা হয়েছে রাজ্যের আরও ছ' জেলায়।

Agencies 29 Feb 2020, 4:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিল্লির অশান্তির মধ্যেই CAA-আগুন এবার দেশের উত্তর-পূর্বে। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে এবার উত্তপ্ত হয়ে উঠল মেঘালয়। CAA ও ইনার লাইন পারমিট (ILP)-কে কেন্দ্র করে খাসি ছাত্র সংগঠন ও অ-জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। ক্ষতি হয়েছে বহু দোকান-বাড়ির। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি হয়েছে শিলঙে। ইন্টারনেট বন্ধ করা হয়েছে রাজ্যের আরও ছ' জেলায়।
EiSamay.Com Meghalaya
হিংসার এবার শিলঙে (ছবি সংগৃহীত)



টুইটে মেঘালয় পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে খাসি ছাত্র সংগঠন, KSU-এর বৈঠকের পরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। KSU সদস্যদের সঙ্গে অ-জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে ভাঙচুর চালানো হয় বেশ কিছু গাড়িতে। একটি খড়ে গাদায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সংঘর্ষেই নিহত হন এক KSU সদস্য।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আহত হয়েছেন এক পুলিশকর্মীও। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড শর্মা। শান্তি বজায় রাখতে আবেদন করে টুইট করেছেন রাজ্যপাল তথাগত রায়।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল