অ্যাপশহর

বকেয়া স্কুল ফি আদায়ে বাড়িতে চড়াও শিক্ষকরা, অপমানে আত্মঘাতী ছাত্রী

স্কুলের ফি দিতে না পারায় অধ্যক্ষ ও শিক্ষকদের হাতে অপমানিত হতে হয় এক ছাত্রী ও তার বাবা। তার জেরে অপমানে আত্মঘাতী হল গাজিয়াবাদের বছর ১৬-র ওই কিশোরী।

EiSamay.Com 29 Jul 2016, 12:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্কুলের ফি দিতে না পারায় অধ্যক্ষ ও শিক্ষকদের হাতে অপমানিত হতে হয় এক ছাত্রী ও তার বাবা। তার জেরে অপমানে আত্মঘাতী হল গাজিয়াবাদের বছর ১৬-র ওই কিশোরী। গ্রেপ্তার অভিযুক্ত অধ্যক্ষ ও শিক্ষকরা।
EiSamay.Com insulted over fees girl kills self in ghaziabad
বকেয়া স্কুল ফি আদায়ে বাড়িতে চড়াও শিক্ষকরা, অপমানে আত্মঘাতী ছাত্রী


বৃহস্পতিবার গাজিয়াবাদের ডিএসপি পাবলিক স্কুলের অধ্যক্ষ শশী এবং তিন শিক্ষক কবিতা, অশোক এবং দুর্গেশকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে স্কুলের নবম শ্রেণির ছাত্রী জেসমিনকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

এঁরা ছাড়া এফআইআরে স্কুলের অন্য দুই শিক্ষক মধু ও প্রিয়াঙ্কার নামও উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত মোট ৬ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। গাজিয়াবাদ সিটি পুলিশের এসপি সলমন্তাজ পাটিল জানিয়েছেন, 'ওই দুইজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মনে করা হচ্ছে, মৃত কিশোরীর বাবার বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ এনেছিল।'

জানা গিয়েছে, জেসমিনের বাবা ভাইয়া রতন সিং তোমর গাজিয়াবাদের একটি নিরাপত্তা সংস্থায় কর্মরত। গত ২৭ জুলাই দুই শিক্ষকের অভিয়োগ পেয়ে তাঁকে গ্রেপ্তার করে সিহানি গেট পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়। মধু ও প্রিয়াঙ্কা রতন সিং তোমরের বিরুদ্ধে হুমকি ও নিগ্রহের অভিযোগ আনে।

ওই দিনই জেসমিনের আত্মহত্যার খবর থানায় পৌঁছয়। জানা গিয়েছে, প্রতিবেশীরা ঘরের সিলিং থেকে স্টোলের ফাঁসে কিশোরীর দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। টাইমস অফ ইন্ডিয়াকে তোমর জানিয়েছেন, 'বকেয়া টিউশন ফি আদায় করতে আমাদের বাড়িতে প্রায় হাফ ডজন শিক্ষক এসে হাজির হন। বাড়ির সামনে তাই নিয়ে তাঁরা তুমুল হইচই শুরু করেন। ওঁরা অভিযোগ করেন, আমি নাকি ওঁদের হাত ধরে টেনেছি। আমাদের হুমকিও দেন তাঁরা। প্রতিবেশীরা সকলেই সেখানে উপস্থিত ছিলেন এবং প্রকৃত ঘটনার সাক্ষী রয়েছেন। আমাকে ও দুই শিক্ষিকাকে নিয়ে পুলিশ থানায় রওনা হওয়ার পর জেসমিনের উদ্দেশে বাকি শিক্ষকরা কুত্‌‍সিত গালাগাল দেন।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল