অ্যাপশহর

সাহায্য নয়, কাতরাতে থাকা রক্তাক্ত তরুণের ছবি তুলতে ব্যস্ত সবাই

ফের কুত্‍সিত ভাবে প্রকট হয়ে উঠল নাগরিক-অমানবিকতা। রাস্তার পাশে মানুষকে মরতে দেখেও নিষ্ঠুর উদাসীনতায় তার ভিডিও তুলতেই ব্যস্ত হয়ে পড়লেন কিছু মানুষ।

EiSamay.Com 23 Nov 2017, 6:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের কুত্‍সিত ভাবে প্রকট হয়ে উঠল নাগরিক-অমানবিকতা। রাস্তার পাশে মানুষকে মরতে দেখেও নিষ্ঠুর উদাসীনতায় তার ভিডিও তুলতেই ব্যস্ত হয়ে পড়লেন কিছু মানুষ। ফলে রাস্তায় পড়েই ধীরে ধীরে মৃত্যু হল দুর্ঘটনাগ্রস্ত দুই বাইক আরোহীর।
EiSamay.Com inhuman act people shoot videos in accident site youth dies
সাহায্য নয়, কাতরাতে থাকা রক্তাক্ত তরুণের ছবি তুলতে ব্যস্ত সবাই


ঘটনাস্থল কর্নাটকের কোলার জেলার বাংরাপেটের বেঙ্গানুরু গেট। একটি পালসার বাইককে ধাক্কা মারে একটি সুইফট গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। দুর্ঘটনার পর দ্রুতবেগে ঘটনাস্থল থেকে পালায় ঘাতক গাড়িটি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় বাইক চালক ১৯ বছরের জর্জের। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাতে থাকে পেছনে বসা শ্রীকান্ত। এই অবস্থায় আধ ঘণ্টারও বেশি সময় রাস্তায় পড়ে থাকে সে। অনেকেই তাদের ছবি ও ভিডিও তুললেও সাহায্যের জন্য এগিয়ে আসে না কেউই।

পরে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে মাথায় গভীর চোটের কারণে মৃত্যু হয়েছে তার। আর একটু আগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হয়তো বাঁচানো যেত বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। মৃত দুই বাইক আরোহী দাশারাহোশাহোল্লির বাসিন্দা। সিসিটিভি ফুটেজে এই দুর্ঘটনার ছবি পাওয়া গিয়েছে। ঘটনাটির তদন্ত করছে বাংরাপেটে পুলিশ।

স্টোরি সৌজন্যে বিজয়কর্নাটক

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল