অ্যাপশহর

ঋণ খেলাপিদের নাম গোপন, উর্জিত প্যাটেলকে নোটিশ তথ্য কমিশনের

ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তালিকা না প্রকাশ করায় বিপাকে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল।

EiSamay.Com 4 Nov 2018, 8:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তালিকা না প্রকাশ করায় বিপাকে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল। এ নিয়ে তাঁকে ভর্ৎসনা করল কেন্দ্রীয় তথ্য কমিশন। সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত নির্দেশ 'উপেক্ষা' করার জন্য কমিশনের তরফে আরবিআই গভর্নরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
EiSamay.Com UP


একইসঙ্গে আনাদায়ি ঋণ নিয়ে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের চিঠি জনসমক্ষে আনার জন্য প্রধানমন্ত্রীর দফতর, অর্থ মন্ত্রক এবং আরবিআই-কে নির্দেশ দিয়েছে কমিশন।

ব্যাংক থেকে ৫০ কোটি বা তার বেশি অঙ্কের ঋণ নিয়েও ইচ্ছাকৃত তা শোধ করছেন না, এমন ব্যক্তিদের নাম প্রকাশ করা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংক সেই তথ্য জনসমক্ষে আনছে না বলে অভিযোগ। বিষয়টি নজরে আসার পরে ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। নির্দেশের অমর্যাদা করার জন্য কেন তাঁকে জরিমানা করা হবে না, রিজার্ভ ব্যাংক গভর্নর উর্জিত প্যাটেলের কাছে তা জানতে চাওয়া হয়েছে। আগামী ১৬ নভেম্বরের মধ্যে তাঁকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল