অ্যাপশহর

দুবাইয়ে আটক ভারতের 'মোস্ট ওয়ান্টেড' সন্ত্রাসবাদী

ভারতের 'মোস্ট ওয়ান্টেড' সন্ত্রাসবাদীর তালিকাভুক্ত, ছোটা শাকিল ঘনিষ্ঠ ফারুখ দেবদিওয়ালা ওরফে ফারুখ আহমেদ গানি ওরফে হজরতকে আটক করল দুবাই পুলিশ।

EiSamay.Com 15 May 2018, 10:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের 'মোস্ট ওয়ান্টেড' সন্ত্রাসবাদীর তালিকাভুক্ত, ছোটা শাকিল ঘনিষ্ঠ ফারুখ দেবদিওয়ালা ওরফে ফারুখ আহমেদ গানি ওরফে হজরতকে আটক করল দুবাই পুলিশ।
EiSamay.Com arrested


সূত্রের খবর, গত দু-দশক ধরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করছে ফারুখ। গুজরাট ও মহারাষ্ট্রের একাধিক সন্ত্রাসবাদী হামলায় নাম রয়েছে ফারুখের। ১৯৯০ সাল থেকেই সে সন্ত্রাসবাদী কাজকর্মে লিপ্ত।

POTA-য় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল গুজরাট পুলিশ। কিন্তু, আইএসআই-এর সাহায্য নিয়ে দেশ ছেড়েই পালিয়ে যায়। ভারতের আবেদনক্রমে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকায়, দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, মুসলিম যুবকদের সঙ্গে যোগাযোগ রেখে চলত ফারুখ আহমেদ গনি। জঙ্গি প্রশিক্ষণ নিতে তাদের পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করত।

সম্প্রতি ফয়জল মির্জা নামে বছর বত্রিশের এক ব্যক্তি ধরা পড়ে মুম্বই পুলিশের হাতে। তাকে জেরা করেও ফারুখের পাক-যোগের বিষয়ে নিশ্চিত হয় মুম্বই পুলিশ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল