অ্যাপশহর

কাজ শেষের পথে, আগামী বছরেই চালু হবে দেশের দীর্ঘতম ব্রিজ

২০১৭ সালের মাঝামাঝি চালু হয়ে যাবে দেশের দীর্ঘতম ব্রিজ। ব্রহ্মপুত্রের উপর নির্মিত এই ব্রিজটি অসম ও অরুণাচলপ্রদেশকে সড়কপথে জুড়ছে।

EiSamay.Com 27 Sep 2016, 9:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৭ সালের মাঝামাঝি চালু হয়ে যাবে দেশের দীর্ঘতম ব্রিজ। ব্রহ্মপুত্রের উপর নির্মিত এই ব্রিজটি অসম ও অরুণাচলপ্রদেশকে সড়কপথে জুড়ছে।
EiSamay.Com indias longest bridge to be ready by mid 2017
কাজ শেষের পথে, আগামী বছরেই চালু হবে দেশের দীর্ঘতম ব্রিজ


জানা গিয়েছে, ঢোলা থেকে সাদিয়া পর্যন্ত এই ব্রিজটি নির্মাণের কাজ শেষ হলে, দুই রাজ্যে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। ক্ষতিপূরণ সংক্রান্ত যে জটিলতা ছিল, কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের উদ্যোগে তা মিটেছে। অসমের সাদিয়া থেকে শুরু হওয়া দীর্ঘতম এই ব্রিজটির জন্য যাঁদের বাড়িঘর ভাঙা পড়ছে, তাঁদের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে সড়কমন্ত্রক। ফলে, ব্রিজের বাকি কাজ এবার দ্রুত শেষ হয়ে যাবে বলেই দাবি।

ব্রহ্মপুত্রের উপর দিয়ে যাওয়া দীর্ঘতম এই ব্রিজটির নির্মাণকাজ শুরু হয় ২০১০ সালে। ভারতের এই মুহূর্তে দীর্ঘতম ব্রিজ (মুম্বইয়ের বান্দ্রা থেকে ওরলি) থেকে এটি আরও ৩,৫৫ কিলোমিটার দীর্ঘ। মোট দৈর্ঘ্য ৯.১৫ কিলোমিটার। নির্মাণখরচ প্রায় ₹৯৩৮ কোটি।

দেশের প্রতিরক্ষার কারণেই এই প্রজেক্টটি আরও গুরুত্বপূর্ণ। অসম থেকে সহজেই অরুণাচলে ঢকে পড়তে পারবে সেনাবাহিনী। এতদিন সরাসরি যাওয়া যেত না। তেজপুর হয়ে অরুণাচলে যেতে দু-দিন সময় লেগে যেত। নির্মীয়মাণ এই ব্রিজটি দিয়ে সেনা ট্যাঙ্কও সহজে যেতে পারবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল