অ্যাপশহর

আরগতলা বিমানবন্দর পেতে চলেছে দেশের প্রথম মানব দেহ স্ক্যানার

সব কাজ সঠিক পথে চললে আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেএই পরিষেবা শুরু হয়ে যাবে বিমান বন্দরে বলেই জানিয়েছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর-পূর্ব শাখার একজিকিটিফ ডিরেক্টর সঞ্জীব জিন্দাল।

EiSamay.Com 28 Sep 2019, 5:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের প্রথম মানব দেহ স্ক্যানার বিশিষ্ট আন্তর্জাতিক বিমান বন্দর হতে চলেছে ত্রিপুরার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমান বন্দর। একইসঙ্গে এমবিবি বিমান বন্দরে থাকছে সব ধরনের আন্তর্জাতিক সুবিধা। সব কাজ সঠিক পথে চললে আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেএই পরিষেবা শুরু হয়ে যাবে বিমান বন্দরে বলেই জানিয়েছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর-পূর্ব শাখার একজিকিটিফ ডিরেক্টর সঞ্জীব জিন্দাল।
EiSamay.Com Agartala airport


জিন্দাল জানিয়েছেন, ইতোমধ্যে এই বিমান বন্দরের ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। তার তাঁর আশা আগামী ছয় মাসের মধ্যে বাকি অংশ কাজ শেষ হয়ে যাবে। যার পরই শুরু করা যাবে এই পরিষেবা। এমবিবি বিমান বন্দর দেশের প্রথম মানব দেহ স্ক্যানার যুক্ত বিমান বন্দর হবে। যাতে করে যাত্রীরা বিমান বন্দরের প্রবেশ করার সময়েই তার সম্পূর্ণ দেহ স্ক্যান হয়ে যাবে। স্বাভাবিক ভাবে দেশের অন্য বিমান বন্দর গুলিতে প্রতি যাত্রীকে পরীক্ষা করেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। যাতে করে সময় অনেক লাগে এবং অনেক সময়েই তাতে সমস্যা হয় যাত্রীদের।

ব্যুর অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির সার্কুলার অনুসারে ২০২০ সালের মার্চ মাসের মধ্যে দেশের মোয় ৪৮টি বিমান বন্দরে বসাতে হবে হিউম্যান বডি স্ক্যানার। যদিও এখন দেশের সব বিমান বন্দরেই কর্মীদ্বারা করা হয় এই পরীক্ষার কাজ। যদিও ৪৮টি বিমান বন্দরে মধ্যে মাত্র ২৮টিতে ব্যবহার করা হয় বিশেষ উন্নত ক্ষমতা সম্পন্য যন্ত্র। যার মধ্যে রয়েছে চার মহানগর, জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্ব ভারতের বিমান বন্দরগুলি।

প্রতিবেদনটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন।

পরের খবর