অ্যাপশহর

‘বন্দুক ঠেকিয়ে পাকিস্তানিকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে’

মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে বিয়েতে বাধ্য করেছে পাকিস্তানি নাগরিক তাহির আলি। তাই সাহায্যের জন্য ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনে আশ্রয় নিয়েছেন ২০ বছরের ভারতীয় তরুণী উজমা।

EiSamay.Com 8 May 2017, 4:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে বিয়েতে বাধ্য করেছে পাকিস্তানি নাগরিক তাহির আলি। তাই সাহায্যের জন্য ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনে আশ্রয় নিয়েছেন ২০ বছরের ভারতীয় তরুণী উজমা। তিনি ইসলামাবাদ আদালতেও এই মর্মে নিজের বয়ান রেকর্ড করিয়েছেন অভিযুক্ত তাহির আলির বিরুদ্ধে।
EiSamay.Com indian woman says was forced to marry pak man on gunpoint
‘বন্দুক ঠেকিয়ে পাকিস্তানিকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে’


গত ১ মে পর্যটক হিসাবে ভিসা নিয়ে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে যান উজমা। গত ৩ মে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করেন তাহির। উজমা বলেন, ‘আমার ইমিগ্রেশনের সমস্ত কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল। এর পর মাথায় বন্দুক ঠেকিয়ে আমায় বিয়ে করতে বলা হয়। তখন বাধ্য হয়ে বিয়েতে রাজি হই।’ এর পর সুযোগ বুঝে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনে দেখা করে সব ঘটনা বলেন উজমা। তিনি এও জানান, যত ক্ষণ হাই কমিশনের তরফ থেকে তাঁকে সুরক্ষিত দেশে ফেরানোর ব্যবস্থা না করা হবে তত দিন কমিশনের বাইরে পা রাখবেন না।

পাকিস্তানের বিদেশমন্ত্রেকর মুখপাত্র নাফিস জাকারিয়া যদিও দাবি করেছেন স্ব-ইচ্ছায় বিয়ে করেছেন উজমা। তিনি বলেন, ‘উজমা বিয়ের পরে জানতে পারেন তাহির বিবাহিত এবং ওঁর ৪ সন্তান রয়েছে। এর পরই বেঁকে বসেন উজমা এবং ভারতীয় হাই কমিশনের দ্বারস্থ হন।’ আরও জানা গিয়েছে, মালয়েশিয়ায় প্রথম দেখা হয় তাহির এবং উজমার। সেখানেই প্রেম এবং বিয়ের প্রতিশ্রুতিতে আবদ্ধ হন তাঁরা। সেই মতো পাকিস্তানে যান উজমা।

এ দিকে ইচ্ছার বিরুদ্ধে তাঁর স্ত্রীকে ভারতীয় হাই কমিশনে আটক করে রাখার অভিযোগে থানায় অবিযোগ দায়ের করেছেন তাহির আলি। কমিশনে গিয়ে একবার তিনি উজমার সঙ্গে দেখাও করেন। তবে আদালতে হাজিরা দেননি তিনি।

খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল