অ্যাপশহর

ভারতে ফিরলেন লিবিয়ায় IS-এর হাতে অপহৃত ২ শিক্ষক

ইসলামিক স্টেট (IS) জঙ্গিদের হাত থেকে মুক্তি পেয়ে অবশেষে শনিবার দেশে ফিরলেন লিবিয়ায় অপহৃত দুই ভারতীয় শিক্ষক।

EiSamay.Com 24 Sep 2016, 4:48 pm
এই সময় জিজিটাল ডেস্ক: ইসলামিক স্টেট (IS) জঙ্গিদের হাত থেকে মুক্তি পেয়ে অবশেষে শনিবার দেশে ফিরলেন লিবিয়ায় অপহৃত দুই ভারতীয় শিক্ষক। প্রায় এক বছর আগে এই দুই শিক্ষককে অপহরণ করা হয়েছিল। তার পর দু-জনেরই আর কোনও হদিশ ছিল না।
EiSamay.Com indian teachers rescued from is captivity in libya return home
ভারতে ফিরলেন লিবিয়ায় IS-এর হাতে অপহৃত ২ শিক্ষক


টি গোপীকৃষ্ণান ও সি বলরাম কিষান নামে এই দুই শিক্ষক এদিন সকালেই নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, 'পরিবারের কাছে ফিরে আসতে পেরে ভালো লাগছে। আমরা আনন্দিত।' এর বাইরে আইএস সংক্রান্ত কোনও প্রশ্নের জবাব তাঁরা দেননি। এমনকী অপহরণের পর দীর্ঘ প্রায় একবছর আইসিস হেফাজতে থেকে কী অভিজ্ঞতা হয়েছে, সে প্রশ্নও এড়িয়ে যান।

সির্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সূত্রেই লিবিয়ায় ছিলেন টি গোপীকৃষ্ণান ও সি বলরাম কিষান। ভারতে ফেরার জন্য ত্রিপোলি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার সময় ২০১৫ সালের ২৯ জুলাই এই দু-জনকে অপহরণ করে ইসলামিক স্টেট জঙ্গিরা।

গত ১৫ সেপ্টেম্বরই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ঘোষণা করেছিলেন, লিবিয়ায় অপহৃত দুই ভারতীয় শিক্ষককে উদ্ধার করা হয়েছে। তাঁদের ভারতে ফেরানোর বন্দোবস্ত হচ্ছে।

সির্তের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গোপী কৃষ্ণানের বাড়ি অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের টেক্কলিতে। আর এক প্রফেসর বলরামের বাড়ি তেলেঙ্গানার করিমনগর জেলায়।

আইএসের হাত থেকে মুক্তি পেয়ে এই দুই শিক্ষিকই ভারত সরকারের পাশাপাশি লিবিয়ান আর্মিকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষত, ভারতের বিদেশমন্ত্রককে। তাঁদের কথায়, এদের সবার প্রচেষ্টা ছাড়া আমাদের দু-জনের নিরাপদে ভারতে ফেরা সম্ভব ছিল না।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল