অ্যাপশহর

দুনিয়ার সবচেয়ে বড় online চাকরির পরীক্ষা নিল রেল বোর্ড

চাকরির জন্য দুনিয়ার সবচেয়ে বড় অনলাইন পরীক্ষা নিয়ে ফেলল ভারতীয় রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, ১৮ হাজারের মতো শূন্যপদ পূরণে একসঙ্গে ৯২ লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন।

EiSamay.Com 11 Feb 2017, 5:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চাকরির জন্য দুনিয়ার সবচেয়ে বড় অনলাইন পরীক্ষা নিয়ে ফেলল ভারতীয় রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, ১৮ হাজারের মতো শূন্যপদ পূরণে একসঙ্গে ৯২ লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন।
EiSamay.Com indian railways conducts worlds largest online test to fill up 18000 vacancies
দুনিয়ার সবচেয়ে বড় online চাকরির পরীক্ষা নিল রেল বোর্ড


সেখান থেকে প্রাথমিক ঝাড়াই-বাছাইয়ের পর ২ লক্ষ ৭৩ হাজার চাকুরিপ্রার্থী লিখিত পরীক্ষায় বসার সুযোগ পান। গত ১৭ থেকে ১৯ জানুয়ারির মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্টের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ভারতীয় রেলমন্ত্রকের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এবার অনলাইনে পরীক্ষা নেওয়া হয়েছে। তিনি জানান, বিভিন্ন ক্যাটেগরিতে ১৮ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করতে চলেছে রেল। তাঁর দাবি, বিশ্বের আর কোথাও এত বড় অনলাইন পরীক্ষার নজির নেই।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থী চাইলে এবার নিজেদের উত্তরপত্রও দেখতে পারবেন।

প্রসঙ্গত, এবারই ছিল রেলের প্রথমবার অনলাইন পরীক্ষা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল