অ্যাপশহর

সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৯৩ জন চিকিত্‍সকের, জানাল আইএমএ

করোনা রোগীদের চিকিত্‍সায় রাতদিন কাজ করে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তের চিকিত্‌সকরা। নিজেদের শরীরস্বাস্থ্যের দিকে নজর দেওয়ার বিশেষ সময় নেই তাঁদের হাতে। ফলে যখন জানান দিচ্ছে করোনা সংক্রমণের লক্ষণ, তখন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে...

EiSamay.Com 14 Jul 2020, 11:07 am
এই সময় ডিজিটাল ডেস্ক: যেদিন থেকে দেশে করোনা সংক্রমণ থাবা বসিয়েছে, সেদিন থেকে নিজেদের স্বাস্থ্য, নিজেদের পরিবারের কথা না ভেবে রাতদিন মানুষের সেবা করে যাচ্ছেন বিভিন্ন হাসপাতালের চিকিত্‍সক এবং স্বাস্থ্য কর্মীরা। এই কঠিন সময়ে ধুয়ে মুছে গেছে শিফটের সময়সীমা, দীর্ঘদিন ফেরা হয় না বাড়িতে, পিপিই কিটের ভিতরে মাঝেমধ্যে হাঁফিয়ে ওঠেন। কিন্তু তাবলে কর্তব্যে কোনও খামতি নেই। তাঁদের যে ক্লান্ত হওয়ায় মানা। তাঁরা হাল ছেড়ে দিলে তো ভেঙে পড়বে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। কিন্তু এই হাল ধরে রাখার চেষ্টাতেই বহু চিকিত্‍সক নিজের শরীরের দিকে খেয়াল রাখতে পারেননি। করোনা কখন রোগীর শরীর থেকে তাঁর শরীরেও বাসা বেঁধেছে তা বুঝে ওঠার আগেই থেমে গেছে হৃদস্পন্দন। সম্প্রতি ইন্ডিয়ান মেডিকাল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জন কর্তব্যরত চিকিত্সকের।
EiSamay.Com Indian Medical Association says so far 93 doctors have died due to coronavirus in the country
সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৯৩ জন চিকিত্‍সকের


একটি সাক্ষাত্‍কারে ইন্ডিয়ান মেডিকার অ্যাসোসিয়েশনের প্রধান ডা. রঞ্জন শর্মা জানিয়েছেন, এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ১২৭৯ জন কর্তব্যরত চিকিত্‍সক করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৯৩ জনের। তিনি আরও জানান, করোনা আক্রান্তের মধ্যে অন্তত ৭৭১ জনের বয়স ৩৫ বছরের কম, ২৪৭ জন চিকিত্‍সকের বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে এবং ২৬১ জনের বয়স ৫০ বছরের বেশি। তবে এই পরিসংখ্যানে উল্লেখ করা হয়নি সেই সব হাজার হাজার স্বাস্থ্য কর্মীর নাম যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন অথবা প্রাণ হারিয়েছেন।

ডা. রঞ্জন শর্মা জানিয়েছেন, ‘আমরা এই মুহূর্তে মৃত্যুর কারণের উপর একটি গবেষণা পত্র তৈরি করছি। জেনারেল প্র্যাক্টিস এবং রেসিডেন্ট বিভাগে কতজন মারা গেছেন তার তালিকা দ্রুত তৈরি হয়ে যাবে। ইন্ডিয়ান মেডিকাল অ্যাসোসিয়েশন অবিলম্বে সব পরিসংখ্যান এবং মৃত্যুর কারণের বিস্তারিত তথ্য নিয়ে হাজির হবে। এই সব তথ্য গোপন করার কোনও অভিপ্রায় আমাদের নেই।’ আইএমএ কেরালার সভাপতি ডা. রাজীব জয়াদেবনের সংগৃহিত তথ্যের ভিত্তিতেই এই প্রাথমিক তথ্য পেশ করেছে ইন্ডিয়ান মেডিকাল অ্যাসোসিয়েশন।

তবে ডা. রাজীব জয়াদেবনের দেওয়া তথ্যে দাবি করা হয়েছিল এখনও পর্যন্ত সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১০ জন কর্তব্যরত চিকিত্‍সকের। এই মারণ রোগে কতজন নার্স এবং স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে, সেই তথ্য এখনও পুরোপুরি সংগ্রহ করে উঠতে পারেননি তিনি। তিনি আরও জানিয়েছিলেন, এই তথ্য তাঁর ব্যক্তিগত গবেষণের ভিত্তিতে। এর সঙ্গে ইন্ডিয়ান মেডিকাল অ্যাসোসিয়েশনের মতের কোনও যোগাযোগ নেই।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল