অ্যাপশহর

অবৈধ অনুপ্রবেশের দায়ে পাকিস্তানে ফের গ্রেপ্তার ভারতীয়

পর্যটন সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকার অভিযোগে পাকিস্তানের ইসলামাবাদে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে ১৯৪৬-এর বৈদেশিক আইনের ১৪ ধারায় বেআইনি ভাবে অনুপ্রবেশের অভিযোগ এনেছে পাকিস্তান পুলিশ।

EiSamay.Com 23 May 2017, 12:58 am
EiSamay.Com indian arrested in pakistan over incomplete travel documents
অবৈধ অনুপ্রবেশের দায়ে পাকিস্তানে ফের গ্রেপ্তার ভারতীয়
এই সময় ডিজিটাল ডেস্ক: পর্যটন সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকার অভিযোগে পাকিস্তানের ইসলামাবাদে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে ১৯৪৬-এর বৈদেশিক আইনের ১৪ ধারায় বেআইনি ভাবে অনুপ্রবেশের অভিযোগ এনেছে পাকিস্তান পুলিশ।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইসলামাবাদে ধৃত শেখ নবি আহমেদের বাড়ি পূর্ব মুম্বইয়ের যোগেশ্বরীতে। পর্যটন ও ভিসা সংক্রান্ত বৈধ নথিপত্র দেখাতে না-পারার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়। শেখ নবিকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত দিয়েছে পাক আদালত।

পাক পুলিশের তরফে জানানো হয়েছে, সেক্টর এফ-৮-এর নাজিমুদ্দিন রোড ধরে একা একা ঘুরে বেড়াচ্ছিলেন এই ভারতীয়। চেক পোস্টে তাঁকে আটকানো হলে, শেখ নবি আহমেদ জানান তিনি ভারতীয়। এরপরই ভিসার প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে চাওয়া হয়। কিন্তু তিনি তা দেখাতে পারেননি।

যদিও ভারতীয় হাইকমিশনের তরফে দাবি করা হয়েছে, তাদের কাছে এ ধরনের কোনও গ্রেপ্তারির খবর নেই।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল