অ্যাপশহর

Indian Army: নিখোঁজ হওয়ার ৩৮ বছর পর সিয়াচেনে উদ্ধার জওয়ানের দেহ

Siachen-এ বরফ ঢাকা প্রান্তরে ৩৮ বছর পর উদ্ধআর জওয়ানের দেহ।অপারেশন মেঘদূত (Operation Meghdoot) নামে সেনার একটি বিশেষ অপারেশনের অংশ হিসেবে সিয়াচেনে গিয়েছিলেন ল্যান্সনায়েক চন্দ্রশেখর হরবোলা। টহলদারির সময তুষারঝড়ে নিখোঁজ হয়ে য়ান। ৩৮ বছর পর বরফ ঢাকা বাঙ্কারে উদ্ধার হল দেহ। শহিদ জওয়ানের স্ত্রী এবং দুই মেয়ে রয়েছেন। পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্যের সিদ্ধান্ত।

Produced byMadhubanti Dasgupta | EiSamay.Com 15 Aug 2022, 9:31 pm
Siachen-এ বরফ ঢাকা প্রান্তরে দেশরক্ষায় গিয়ে ৩৮ বছর পর বাড়ি ফিরলেন আলমোড়ার ল্যান্সনায়েক চন্দ্রশেখর হারবোলা। নিখোঁজ হওয়ার ৩৮ বছর পর বরফ ঢাকা বাঙ্কার থেকে উদ্ধার হল 19 Kumaon Regiment-এর এই জওয়ানের দেহ। ল্যান্সনায়েক চন্দ্রশেখর হরবোলার সঙ্গে উদ্ধার হয়েছে তাঁর সঙ্গীর দেহও।
EiSamay.Com INDIAN ARMY
নিখোঁজ হওয়ার ৩৮ বছর পর সিয়াচেনে উদ্ধার জওয়ানের দেহ (ফাইল ছবি)

কী ভাবেব হারিয়ে গিয়েছিলেন জওয়ান?
১৯৮৪ সালের কথা, পাকিস্তানের সঙ্গে সিয়াচেনের বরফপ্রান্তরে তখন চোখে চোখ রেখে দেশ রক্ষা করছেন ভারতীয় জওয়ানরা। অপারেশন মেঘদূত (Operation Meghdoot) নামে সেনার একটি বিশেষ অপারেশনের অংশ হিসেবে সিয়াচেনে গিয়েছিলেন ল্যান্সনায়েক চন্দ্রশেখর হরবোলা। ২০ জনের একটি টিমের সদস্য ছিলেন কুমায়ুন রেজিমেন্টের এই জওয়ান। সেনাসূত্রে খবর সিয়াচেনে টহলাদরি সময় তুষারঝড়ের কবলে পড়ে ২০ জনের এই দলটি। বরফঢাকা সিয়াচেনের প্রতিকূল পরিবেশে তুষারঝড় থেকে প্রাণে বেঁচে ফেরেননি ২০ জনের কেউই। ১৫ জন জওয়ানের দেহ উদ্ধার হলেও, ল্যান্সনায়েক চন্দ্রশেথর হরবোলা-সহ বাকি পাঁচ জনের খোঁজে পায়নি সেনা।
তারপর টানা ৩৮ বছর সিয়াচেনের বরফ ঢাকা সীমান্তেই ছিলেন ল্যান্সনায়েক চন্দ্রশেখর হরবোলা। শেষপর্যন্ত ৩৮ বছর পর উদ্ধার হয়েছে চন্দ্রশেখর হরবোলা এবং তাঁর আরও এক সঙ্গীর দেহ। তবে সেই জওয়ানকে এখনও সনাক্ত করা যায় নি।
PM Modi on Independence Day : বিতর্কের জের ! টেলিপ্রম্পটার ছেড়ে কাগজে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
৩৮ বছর পর ঘরে ফেরা
রানিক্ষেতের The Sainik Group Centre চন্দ্রশেখর হরবোলার দেহ সনাক্ত করা হয়েছে। আলমোড়ায় তাঁর স্ত্রী এবং মেয়েরা রয়েছেন। ৩৮ বছর ধরে স্বামীর খোঁজ পেতে অপেক্ষা করেছেন শান্তি দেবী। ১৯৮৪ সালের জানুয়ারিতে শেষবার বাড়ি ফিরেছিলে চন্দ্রেশখর হরবোলা। কিছুদিনের মধ্যে ফে আলমোড়ায় আসবেন কথা দিয়েছিলেন স্ত্রীকে। কিন্তু ফিরতে লেগে গেল আরও ৩৮ বছর।
Independence Day Narendra Modi: নরেন্দ্র মোদী ও টেলিপ্রম্পটার, পরপর বিতর্কের সাক্ষী দেশ
বিয়ের ন’ বছরের মাথায় স্বামীকে হারান শান্তিদেবী। কোলে তখন দুই শিশুকন্যা। একজনের বয়স চার অন্য জনের মাত্র দেড় বছর। তাদের কাছে বাবার স্মৃতি বলতে কিছু ছবি, মায়ের মুখে শোনা গল্প আর অপেক্ষা। ৩৮ বছরে বহু অপেক্ষার পর স্বামীর খোঁজ পেয়েছেন শান্তিদেবী। শহিদ জওয়ানের স্ত্রীর কথায়, স্বামীর আত্মত্যাগের জন্য তিনি গর্বিত।
Independence Day Netaji: রেনকোজি মন্দির থেকে চিতাভস্ম ফিরুক ভারতে, DNA পরীক্ষাতেও আপত্তি নেই কন্যা অনিতার
ভারত-পাকিস্তান সীমান্তে পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন। সারা বরছর বরফে ঢাকা সিয়াচেন পৃথিবীর দুর্গমতম সীমান্তগুলির অন্যতম। শীতকালে সিয়াচেনের তামপাত্র মাইনাস ৫০ ডিগ্রির নীচে নেমে যায়। সেই প্রতিকূল পরিস্থিতিতেও সীমান্তে সদা জাগ্রত থেকে দেশকে রক্ষা করেন ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা।
লেখকের সম্পর্কে জানুন
Madhubanti Dasgupta

পরের খবর