অ্যাপশহর

দূষণমুক্ত সিয়াচেন, হিমবাহ থেকে ১৩০ টন কঠিন বর্জ্য সাফ করল সেনা

১৯৮৪ সাল থেকেই ভারতীয় সেনা মোতায়েন রয়েছে কারাকোরাম পর্বতমালার অন্তর্গত সিয়াচেন হিমবাহে। সেনা মোতায়েন থাকায় সেখানে বর্জ্যপদার্থের সৃষ্টি হয়। গোটা এলাকাকে দূষণমুক্ত করতে দেড় বছর ধরেই কাজ করছে সেনা।

EiSamay.Com 25 Sep 2019, 11:40 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়নের গ্রাস থেকে সিয়াচেন হিমবাহকে রক্ষা করতে এগিয়ে এল ভারতীয় সেনা। সিয়াচেন থেকে ১৩০ টন কঠিন বর্জ্য সরালেন সেনা জওয়ানরা। বিশ্বের সবচেয়ে বিপজ্জ্বনক এই যুদ্ধক্ষেত্রকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার বিষয়ে কথাবার্তা চলছে।
EiSamay.Com siachen
সিয়াচেন হিমবাহ


১৯৮৪ সাল থেকেই ভারতীয় সেনা মোতায়েন রয়েছে কারাকোরাম পর্বতমালার অন্তর্গত সিয়াচেন হিমবাহে। সেনা মোতায়েন থাকায় সেখানে বর্জ্যপদার্থের সৃষ্টি হয়। গোটা এলাকাকে দূষণমুক্ত করতে দেড় বছর ধরেই কাজ করছে সেনা। এখনও পর্যন্ত ১৩০.১৮ টন কঠিন বর্জ্য সরিয়েছেন জওয়ানরা। সিয়াচেন স্বচ্ছচা অভিযান প্রকল্পে এই দূষণ-মুক্তির কাজ চলছে।


সমুদ্রতল থেকে ২০,০০০ ফুট ওপরে অবস্থিত সিয়াচেন হিমবাহ বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। পদে পদে ধস এবং বরফের খাদ এখানে শত্র‌ুর বুলেটের থেকেও মারাত্মক। মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখানে কাজ করতে হয় সেনাবাহিনীকে। গত ১০ বছরে ১৬৩ জন সদস্যকে সিয়াচেনে হারিয়েছে ভারতীয় সেনা।


খবরটি ইংরেজিতে পড়ুন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল