অ্যাপশহর

LoC-তে ৪ ভারতীয় জওয়ানকে মারার পাক দাবি ওড়াল সেনা

রবিবার সীমান্তে গোলাগুলির সময় ৪ ভারতীয় জওয়ান নিহত হয়েছেন বলে পাকসেনার তরফে দাবি করা হলেও, সোমবার তা নস্যাত্‍‌ করে দিল ভারতীয় সেনা।

EiSamay.Com 10 Jul 2017, 7:44 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার সীমান্তে গোলাগুলির সময় ৪ ভারতীয় জওয়ান নিহত হয়েছেন বলে পাকসেনার তরফে দাবি করা হলেও, সোমবার তা নস্যাত্‍‌ করে দিল ভারতীয় সেনা। চলতি মাসে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানাল ভারতীয় সেনা।
EiSamay.Com indian army refutes pakistans claim of killing 4 soldiers at loc
LoC-তে ৪ ভারতীয় জওয়ানকে মারার পাক দাবি ওড়াল সেনা


নয়াদিল্লিতে ভারতীয় সেনার মুখপাত্র অভিযোগ করেন, নিয়ন্ত্রণরেখা বরাবর জনবসতিপূর্ণ এলাকায় নিয়মতি গোলাগুলি ছুড়ছে পাকসেনা। তবে, এই জুলাইতে পাকগুলিতে কোনও ভারতীয় সেনা নিহত হয়নি বলে তিনি দাবি করেন।

তাঁর বক্তব্য, ভারতীয় সেনা এ নিয়ে সবসময় স্বচ্ছতা বজায় রেখে চলে। সেনা মারা গেলে তা গোপন করা হয় না। অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল এবং ফেসবুক পেজে শেষশ্রদ্ধাও জানানো হয়।

তবে, শনিবার বসতিপূর্ণ অঞ্চলে পাকগোলায় এক সেনা ও তাঁর স্ত্রী মারা গিয়েছেন। ওই সেনা ছুটিতে ছিলেন বলে উল্লেখ করা হয়।

পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুরের দাবি, রবিরার ভারতীয় সেনার গুলিতে ৫ সাধারণ পাক নাগরিক নিহত হয়েছেন। তাদের দাবির সপক্ষে ৯ জুলাইয়ের ভিডিয়োও প্রকাশ করা হয়। পাকিস্তানের পালটা আঘাতে ৪ ভারতীয় জওয়ান নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল