অ্যাপশহর

পূর্ব লাদাখের সীমান্ত বরাবর অস্ত্র মজুত করছে ভারত-চিন

২০১৭ সালের ডোকলাম সংকটের পর ফের এক বড় সামরিক স্ট্যান্ড অফের দিকেই এগোচ্ছে ভারত-চিন। এবার টানাপোড়েনের ক্ষেত্র পূর্ব লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কনট্রোলের আসপাশের এলাকা।

EiSamay.Com 1 Jun 2020, 11:41 am
এই সময় ডিজিটাল ডেস্ক: গত ২৫ দিন ধরে তিক্ত স্ট্যান্ড অফে লাদাখে মুখোমুখি ভারত-চিন সেনা বাহিনী। এমন পরিস্থিতিতে পূর্ব লাদাখের দুই প্রান্তে ভারী যুদ্ধ সামগ্রী, অস্ত্র, আর্টিলারি গান এবং কমব্যাট ভেইকল মজুত রাখার কাজ শুরু হয়েছে। এমন খবরই জানানো হয়েছে সেনা সূত্রের তরফে। একদিকে যখন দুই দেশের মধ্যে সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা করে এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা চলছে, সেখানেই সীমান্তে বাড়ানো হচ্ছে ক্ষমতা। বিতর্কিত এই অঞ্চলে আকাশ পথে কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা।
EiSamay.Com Indian and Chinese army moving in artillery guns and combat vehicles to their rear bases near eastern Ladakh
মুখোমুখি ভারত-চিন


চিনে সেনা পূর্ব লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কনট্রোল বরাবর ধীরে ধীরে বাড়াচ্ছে তাদের অস্ত্র ভান্ডার। পিছিয়ে নেই ভারতীয় সেনা বাহিনী। যে কোনও পরিস্থিতিতে চিনকে উচিত জবাব ফিরিয়ে দিতে প্রস্তুত তারাও। ভারতীয় সেনা বাহিনীর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না সব সমস্যার মীমাংসা হচ্ছে ততদিন একচুলও নড়বে না সেনা।

ভারতের সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে প্যাংগং সো এবং গালওয়ান উপত্যকায় বাড়ানো হয়েছে সেনা বাহিনী। ইতোমধ্যে এই অঞ্চলে দুই থেকে আড়াই হাজার সেনা মোতায়েন করেছে চিন। একই সঙ্গে বাড়ছে তাদের অস্থায়ী সেনা ছাউনি। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সেনা বাহিনীর এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘ওই এলাকায় প্রতিপক্ষ চিনের থেকে ভারতীয় সেনার শক্তি অনেক বেশি।’

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল