অ্যাপশহর

কারতারপুর নিয়ে তৃতীয় দফার বৈঠকে ভারত-পাকিস্তান

শিখ ধর্মাবলম্বীরা যাতে দরবার সাহিবে যেতে পারেন গুরু নানকের ৫৫০ তম জন্ম বার্ষিকীতে কোনও ভিসা ছাড়াই, তার জন্যেই এই আয়োজন করা হয়েছে দুই দেশের তরফে। এখানেই জীবনের শেষ কিছু বছর কাটিয়েছিলেন গুরু নানক।

EiSamay.Com 4 Sep 2019, 9:00 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার ৪ সেপ্টেম্বর আটারিতে সাক্ষাত্‍‌ হবে ভারত ও পাকিস্তানের উচ্চ পদস্থ আধিকারিকদের। আলোচনা হবে কারতারপুর করিডোর নিয়ে। এই করিডোর নিয়ে দুই দেশের মধ্যে যে খসড়া চুক্তি তৈরি হয়েছিল, তাতে কিছু ফাঁক থেকে গিয়েছে। সেই সমস্যা সমাধানেই বুধবার আয়োজিত হয়েছে বৈঠক।
EiSamay.Com india to hold third meeting with pakistan to finalise the modalities of opening kartarpur corridor
কারতারপুর নিয়ে তৃতীয় দফার বৈঠক


যুগ্ম সচিব পদে কর্তব্যরত দুই দেশের আধিকারিকদের মধ্যে এই নিয়ে তৃতীয়বার বৈঠক হতে চলেছে। ভারতীয় তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে কারতারপুরের দরবার সাহিব গুরুদ্বারে যেতে পারেন তারই চূড়ান্ত নিয়ম স্থির হবে এই বৈঠকে। গত ৩০ অগস্ট আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে দুই দেশের আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছিল তীর্থযাত্রীদের জন্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা নিয়ে। এদিনের বৈঠকে সেই ব্যবস্থা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানা গিয়েছে। এই করিডোরের মাধ্যমে যুক্ত হবে ভারতের গুরদাসপুর জেলা এবং পাকিস্তানের কারতারপুরে অবস্থিত দরবার সাহিব গুরুদ্বার।

শিখ ধর্মাবলম্বীরা যাতে দরবার সাহিবে যেতে পারেন গুরু নানকের ৫৫০ তম জন্ম বার্ষিকীতে কোনও ভিসা ছাড়াই, তার জন্যেই এই আয়োজন করা হয়েছে দুই দেশের তরফে। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে যে তিক্ততা বেড়েছে তার জন্যে যাতে কারতারপুর করিডোর চালু হওয়ায় কোনও বাধা তৈরি না হয় সেদিকে বিশেষ নজর দিচ্ছেন দু’দেশের আধিকারিকরাই। প্রসঙ্গত, এখানেই জীবনের শেষ কিছু বছর কাটিয়েছিলেন গুরু নানক।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল