অ্যাপশহর

ভারত আরও শক্তিশালী, 'ব্রাহ্মস' মিসাইল সগর্বে উড়ল আকাশে

৩০০ কেজি ওজনের অস্ত্র বহনে সক্ষম ও অতিদ্রুতগামী ক্রুজ ক্ষেপনাস্ত্র 'ব্রাহ্মস'-র পরীক্ষামূলক উত্‍‌ক্ষেপনে সফল হল ভারত। শনিবার, ওড়িষার চাঁদিপুরের কাছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে থেকে সকাল ১১.৩৩ মিনিটে একটি মোবাইল লঞ্চারে পরীক্ষামূলকভাবে এই ক্রুজ ক্ষেপনাস্ত্র উত্‍ক্ষেপন করা হয়।

EiSamay.Com 11 Mar 2017, 5:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ৩০০ কেজি ওজনের অস্ত্র বহনে সক্ষম ও অতিদ্রুতগামী ক্রুজ ক্ষেপনাস্ত্র 'ব্রাহ্মস'-র পরীক্ষামূলক উত্‍‌ক্ষেপনে সফল হল ভারত। শনিবার, ওড়িষার চাঁদিপুরের কাছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে থেকে সকাল ১১.৩৩ মিনিটে একটি মোবাইল লঞ্চারে পরীক্ষামূলকভাবে এই ক্রুজ ক্ষেপনাস্ত্র উত্‍ক্ষেপন করা হয়।
EiSamay.Com india successfully test fires brahmos missile
ভারত আরও শক্তিশালী, 'ব্রাহ্মস' মিসাইল সগর্বে উড়ল আকাশে


ডিআরডিও-র তরফে এই ক্ষেপনাস্ত্র উত্‍‌ক্ষেপন সফল বলে জানানো হয়েছে। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা জানিয়েছেন, বায়ুর চেয়েও দ্রুতগামী এই ক্রুজ ক্ষেপনাস্ত্রটি প্রায় ৩০০ কেজি ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে পারে। এছাড়া দ্বিস্তরীয় মিশাইল-সহ এই ক্ষেপনাস্ত্রটি নৌসেনা ও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে কলকাতার আইএনএস থেকে ব্রাহ্মস মিসাইল উত্‍‌ক্ষেপনের টেস্ট ট্রায়াল হয়। ২০১৫ সালে সেপ্টেম্বরের কোচি থেকেও এই ক্ষেপনাস্ত্রের টেস্ট ফায়ারিং হয়। নতুনভাবে ওড়িয়ার উপকূলে যে ক্ষেপনাস্ত্রটি এদিন পরীক্ষামূলক উত্‍ক্ষেপন করা হয়, সেটি জলের গভীর ও স্থলভাগে একইভাবে কাজ করবে বলে জানা গিয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল