অ্যাপশহর

উরির পাল্টা! LOC পেরিয়ে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত, খতম ৪০ জঙ্গি

উরি হামলার প্রতিশোধ শুরু করে দিল ভারত। বুধবার রাতভর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ চালিয়েছে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দিয়েছে জঙ্গিদের লঞ্চপ্যাড। বৃহস্পতিবার জানালেন DGMO লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং।

EiSamay.Com 24 Dec 2016, 7:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উরি হামলার প্রতিশোধ শুরু করে দিল ভারত। বুধবার রাতভর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ চালিয়েছে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দিয়েছে জঙ্গিদের লঞ্চপ্যাড। বৃহস্পতিবার জানালেন DGMO লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং।
EiSamay.Com india strikes back carries out surgical strikes on terror launch pads at loc
উরির পাল্টা! LOC পেরিয়ে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত, খতম ৪০ জঙ্গি


এদিন সাংবাদিক বৈঠকে DGMO জানান, গোপন সূত্রে জঙ্গি আনাগোনার খবর ছিল সেনার কাছে। সেই মতোই রাতভর কৌশলী হামলা চালানো হয়েছে। ঠিক কত জঙ্গি নিহত বা আহত হয়েছেন তা স্পষ্ট করে না জানালেও, DGMO-র কথায়, 'রাতভর হামলায় বড় সংখ্যায় জঙ্গি নিধন সম্ভব হয়েছে। ভোরে অপারেশন শেষ হয়েছে।' জঙ্গি হামলা অঙ্কুরেই বিনাশ করতে তত্‍‌পর সেনা। তাই রাতভর সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে বলেও জানান তিনি। সেনা সূত্রে খবর, ভারতের অভিযানে মত্যু হয়েছে ৪০ জন জঙ্গি ও ৯ পাক সেনা জওয়ানের।

এদিন সকালে সীমান্ত সন্ত্রাস প্রসঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতির পর্যালোচনা হয় বৈঠকে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল