অ্যাপশহর

২ মাস পর সবচেয়ে কম দৈনিক সংক্রমণ, নিম্নমুখী দ্বিতীয় ঢেউ

গত ৫৮ দিনে সবচেয়ে কম করোনা আক্রান্তের সংখ্যা দেশে। শনিবারের বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে সুস্থতার হারেও আশার আলো। একজনজরে আজকের কোভিড আপডেট (Covid19 India)...

EiSamay.Com 5 Jun 2021, 11:19 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সুস্থতার পথে দেশ। গত দু'মাসের মধ্যে সবচেয়ে কম কোভিড সংক্রমণ দেখল ভারত (Covid19 India)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৫২৯ জন। সুস্থ হয়ে উঠেছেন আরও বহু মানুষ। একদিনে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৫৪৯ জন। এদিকে, এখনও চিন্তায় রেখেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসের বলি ৩৩৮০ জন।
নয়া ভ্যাকসিনেশন পরিকল্পনা দ্রুত টিকাকরণে সহায়ক হবে!



এদিকে, সুস্থতার পথে রাজ্য। কমছে করোনা সংক্রমণ। পাশাপাশি কোভিডের মৃত্যুর হারও কমেছে উল্লেখযোগ্যভাবে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮১১ জন, মৃত্যু হয়েছে ১০৮ জনের। গত ১ সপ্তাহে যা সর্বনিম্ন। এদিকে স্বস্তি ফেরাচ্ছে সুস্থতার হারও। এই মুহূর্তে রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৪.৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৮ জন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata B সুস্থ হচ্ছে দেশ, গত ৫০ দিনে সবচেয়ে কম দৈনিক সংক্রমণanerjee) বলেন, 'রাজ্যে ব্যবসায়ীদের কথা ভেবে লকডাউন বা কার্ফু জারি করিনি। বাজার পুরোপুরি বন্ধ করিনি। এবার থেকে রাজ্যের বাজার হাট নিয়মিত স্যানিটাইজ করা হবে।' তিনি আরও বলেন,' হোটেল রেস্তোরাঁর কাজ অনলাইনে চালান। কর্মীদের টিকা দিয়ে এবং করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে খোলা যেতে পারে রেস্তোরাঁ।
আরও স্বস্তি, সংক্রমণের পাশাপাশি রাজ্যে কমল কোভিড মৃত্যুও
বিকেল ৫টা ৮টা পর্যন্ত খোলা যাবে রেস্তোরাঁ। ১৬ জুন থেকে শপিংমল খোলার বিষয়ে চিন্তাভাবনা করছে প্রশাসন। তবে এক্ষেত্রে মাত্র ২৫ শতাংশ গ্রাহকদের নিয়ে খোলা যাবে মল। যাতে কোনওভাবে ভিড় না হয়, সেদিকেও দিতে হবে বিশেষ নজর। এতদিন পর্যন্ত বেলা ১২টা থেকে ৩ টে পর্যন্ত খুচরো দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এবার সেই সময় বাড়িয়ে ১২ টা থেকে ৪ টা করা হয়েছে।'
রিফ্রেশ করতে থাকুন...

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল