অ্যাপশহর

পিছলো কারতারপুর বৈঠক, খালিস্তানি নেতার উপস্থিতিতে আপত্তি ভারতের

পিছিয়ে গেল পাকিস্তানের সঙ্গে ভারতের কারতারপুর করিডোর সংক্রান্ত বৈঠক। শুক্রবার এই কথা জানানো হল ভারতের তরফে। কিন্তু কেন পিছিয়ে গেল এই বৈঠক... কী বলছে ভারত...

EiSamay.Com 29 Mar 2019, 4:42 pm

এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার ভারতে কর্মরত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠানো হল। তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল কারতারপুর সংক্রান্ত বৈঠকে যদি খালিস্তানিরা উপস্থিত থাকে, তাহলে চরম আপত্তি রয়েছে ভারতের।

একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। জানানো হয়েছে বৈঠকে দিন পিছিয়ে ২ এপ্রিল করা হল। সেদিনই আলোচনা করে ঠিক করা হবে তীর্থযাত্রীদের জন্যে কোন কোন শর্তে খুলে দেওয়া হবে কারতারপুর করিডোর।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে তারা পাকিস্তানের অভিপ্রায় নিয়ে চিন্তিত। ভারত জানিয়েছে বৈঠকে যদি খালিস্তানি নেতা মনীন্দর সিং তারা এবং হাফিজ সৈয়দ ঘনিষ্ঠ গোপাল সিং চাওলা উপস্থিত থাকেন তাহলে সমস্যা তৈরি হতে পারে।

ভারতের এই পদক্ষেপে বিরক্তি প্রকাশ করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। তারা ট্যুইট করে জানিয়েছে শেষ মুহূর্তে ভারত বৈঠকের থেকে যে ভাবে পিছিয়ে গেল তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ভারতের এমন করার কারণও তাদের কাছে স্পষ্ট নয় বলে জানানো হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল