অ্যাপশহর

নমো সাফল্য! বিশ্ব পর্যটন তালিকাতে ১৬ ধাপ এগোল ভারত

কোনও দেশে এক বছরে বিদেশি পর্যটকদের আগমনের ভিত্তিতে তৈরি হয় এই তালিকা।

EiSamay.Com 20 May 2017, 6:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পর্যটন ক্ষেত্রে দেশের সম্ভাবনা নিয়ে বরাবরই সরব তিনি। বিশ্বের পর্যটন মানচিত্রে ভারতের স্থায়ী স্থান তৈরিতে বিশেষ উদ্যোগী হয়েছে তাঁর সরকার। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিল রাষ্ট্রপুঞ্জের বিশ্ব পর্যটন সংস্থাও।
EiSamay.Com india jumps 16 places in unwto rankings
নমো সাফল্য! বিশ্ব পর্যটন তালিকাতে ১৬ ধাপ এগোল ভারত


UN ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (UNWTO)-র নয়া তালিকা অন্তত তাই জানাচ্ছে। ২০১৪ ও ২০১৫-র তুলনায় বিশ্ব পর্যটন তালিকায় র্যা ঙ্ক বেড়েছে ভারতের। ২০১৪ সালে ৪১ ও ২০১৫ সালে ৪০ নম্বরে ছিল ভারত। ২০১৭ সালে ভারতের অবস্থান ২৪। UNWTO-র এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক।

কোনও দেশে এক বছরে বিদেশি পর্যটকদের আগমনের ভিত্তিতে তৈরি হয় এই তালিকা। যা মাপা হয় বিশ্ব পর্যটন ব্যারোমিটার দিয়ে। বিদেশি ও প্রবাসীদের আগমনকে মাপা হয় এই ব্যারোমিটার দিয়ে। এর ভিত্তিতেই তৈরি হয় তালিকা। বিগত বছরগুলির তুলনায় দুই ক্ষেত্রেই ভারতের পারশেনটেজ বৃদ্ধি পেয়েছে।

গত জানুয়ারিতে পর্যটন সংক্রান্ত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এই ক্ষেত্রে দেশের সুযোগের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী। এদেশে পর্যটন ব্যবসা বৃদ্ধির বড় সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
As far as tourism is concerned, India is blessed with so much potential and this can draw the world to India: PM @narendramodi — PMO India (@PMOIndia) January 20, 2017

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল