অ্যাপশহর

'হিন্দুরা দুর্বল হলেই ভারতের একতা সংকটে পড়বে', আশঙ্কা ভাগবতের

ভারতের একতা-অখণ্ডতা বড় সংকটের মুখে। গ্বালিয়রের এক সভায় RSS প্রধান Mohan Bhagwat এই দাবিই করেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, ব্রিটিশরা ভারতের ইতিহাসকে নষ্ট করেছে...

Lipi 29 Nov 2021, 1:02 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আজও ভারতবর্ষে যেখানেই হিন্দুরা দুর্বল সেখানেই দেশের অখণ্ডতা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের আত্মার সঙ্গে হিন্দুত্বের যোগ অনস্বীকার্য বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান Mohan Bhagwat। পাশাপাশ RSS প্রধান মনে করেন, ব্রিটিশ রাজ শক্তি ভারতের ইতিহাস নতুন করে লিখে গিয়েছে। আর তাতেই যত গোল বেঁধেছে। শনিবার গ্বালিয়রের এক সভায় RSS প্রধান বলেন, বর্তমানে ভারতের অখণ্ডতা বিনষ্ট হচ্ছে।
EiSamay.Com mohan bhagwat


ভাগবত বলেন, ব্রিটিশ এসে ভারতের পুরনো ইতিহাস নষ্ট করে নতুন ইতিহাস তৈরি করেছে। আমাদের সেই পুরনো ঐতিহ্যের ইতিহাস পুনরুদ্ধার করতে হবে। RSS প্রধানের দাবি, শক্তিশালী সমাজের জন্য শক্তিশালী হিন্দুত্বের প্রয়োজন বলেই মনে করেন তিনি।

ওই অনুষ্ঠানে ভাগবত মন্তব্য করেন, ভারত মানেই হিন্দু, হিন্দু মানেই ভারত। আর এই তত্ত্বকে শক্তিশালী করতে হবে। কারণ, ব্রিটিশ সরকার ভারতের এই সুপ্রাচীন পরিচয়কে সম্পূর্ণ নষ্ট করে দিয়ে গিয়েছে।

তিনি বলেন, ব্রিটিশরা যাঁদের যাযাবর বলে প্রমাণ করতে চেয়েছিল, হীন চোখে দেখতে চেয়েছিল তাঁরা আসলে ছিলেন সাধুসন্ত। তাঁরাই গৌরবময় ভারতের প্রতিভূ। হিন্দুত্বকে ভারতের থেকে পৃথক করে দেখানো যায় না। এখানেই ভারতবর্ষের বিশেষত্ব। কিন্তু, ব্রিটিশরা সেই গৌরবকে ম্লান করে দেখাতে চেয়েছিল। তারপরই তারা আমাদের দেশটিকে, অখণ্ড ভারতে ভেঙে ফেলল।

মোহন ভাগবত বলেন ১৯৪৭ সালের দেশভাগ হিন্দুদের দুর্বল করেছে। যখন পাকিস্তানের জন্ম হল, তখন কিন্তু একবারও বলা হয়নি আমরা হিন্দুস্তান হলাম। এমনকী ভারতবর্ষ বলেও নাম করা হয়নি। বরং অন্য একটি নাম চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ ওরা জানত ভারত আর হিন্দু একই। যেখানেই হিন্দুরা দুর্বল সেখানেই অখণ্ড ভারত ভাগ হয়ে গিয়েছে। এখনও আমরা যদি দেশের দিকে তাকাই তা হলে দেখব, যেখানেই হিন্দুরা দুর্বল সেখানেই দেশের অখণ্ডতা প্রশ্নের সামনে দাঁড়িয়ে। আমাদের নিজেদের সত্তাকে বাঁচিয়ে রাখতে হবে। এ প্রসঙ্গে ভাগবত পঞ্জাবি কবি মহম্মদ ইকবালের কথা তুলে বলেন, আমরা আমাদের পরিচয় কখনও হারাইনি।

হাঁসখালির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

শুক্রবার মধ্যপ্রদেশের গ্বালিয়র পৌঁছন মোহন ভাগবত। এখানে চারদিনের এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই সূচনা করেন তিনি। স্থানীয় শিবপুরী এলাকায় এক সরস্বতী শিশু মন্দিরে ‘ঘোষ শিবির’ নামে ওই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল