অ্যাপশহর

অফিসে জঙ্গি হামলা হলে কী করবেন? কর্মীদের training বিভিন্ন সংস্থার

মনে করুন অফিসে বসে কাজ করছেন। জানতে পারলেন জঙ্গি হামলার কবলে পড়েছে আপনার কোম্পানি। প্রচণ্ড ভয়ে গুলিয়ে ফেলেছেন কী করতে হবে?

EiSamay.Com 10 Apr 2017, 12:23 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মনে করুন অফিসে বসে কাজ করছেন। জানতে পারলেন জঙ্গি হামলার কবলে পড়েছে আপনার কোম্পানি। প্রচণ্ড ভয়ে গুলিয়ে ফেলেছেন কী করতে হবে? স্বাভাবিক। এরকম বিপদে মাথা ঠাণ্ডা রেখে যাতে সিদ্ধান্ত নিতে পারেন, তার জন্য বিশেষ ট্রেনিং কোর্সের ব্যবস্থা করেছে বেশ কয়েকটি মাল্টি ন্যাশনাল কোম্পানি।
EiSamay.Com india inc gears up to combat terror crime
অফিসে জঙ্গি হামলা হলে কী করবেন? কর্মীদের training বিভিন্ন সংস্থার


অফিসের মধ্যে জঙ্গি হামলা আমাদের দেশে এখনও না হলেও, ইওরোপে ইতিমধ্যেই ঘটেছে। এখানেও এ ধরনের হামলা ঘটলে কর্মচারীরা যাতে আতঙ্কগ্রস্ত না হয়ে পড়েন তার জন্য আগাম ব্যবস্থা নিয়ে অনেক MNC। দিল্লি, মুম্বই, পুনে, বেঙ্গালুরু-সহ বেশ কয়েকটি শহরে ইতিমধ্যেই শুরু হয়ে জঙ্গি হামলার সময় কী করা উচিত সে বিষয়ে প্রশিক্ষণ। এমনকি রিজার্ভ ব্যঙ্ক অফ ইন্ডিয়ার তার কর্মীদের জন্য এ ধরনের প্রশিক্ষণে আগ্রহ প্রকাশ করেছে। তালিকায় রয়েছে ফ্লিপকার্ট, রিলায়েন্সও।

জঙ্গি হামলা ছাড়াও বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম ঠেকাতে বা সে সম্পর্কে সাবধান হতে কর্মচারীদের প্রশিক্ষণ দিচ্ছে অনেক কোম্পানি। বেশ কয়েকটি বেসরকারি সংস্থা এই ধরনের ট্রেনিং দিচ্ছে। অনেক বড় বড় কোম্পানির কাছ থেকে তারা ডাক পেয়েছে বলে জানিয়েছে। ইতিমধ্যেই ১০০টি কোম্পানির কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।



খবরটি ইংরাজিতে পড়তে Click করুন।


# Concepts of prevention of crime and techniques to deal with terror are now growing, garnering good response from clients.

# Companies are opting for customised courses that focus on specialised areas — criminal investigations, suspicious behaviour assessment, criminal profiling & terrorism among others.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল