অ্যাপশহর

কাবুলের দিকে নজর, এয়ারলিফটের জন্য তৈরি সাউথ ব্লক?

'তৈরি থাকুন...', কেন্দ্রের তরফ থেকে এমনই জানানো হয়েছে Air India -কে। প্রশাসনিক সূত্রে খবর এমনটাই। তবে কি Kabul থেকে Airlift করে আনা হবে প্রবাসী ভারতীয়দের?

EiSamay.Com 16 Aug 2021, 1:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়াকে বিমান তৈরি রাখার নির্দেশ দিল ভারত সরকার। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, কাবুল থেকে দেশের মানুষকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। আর সেই কারণেই দু’টি বিমান তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিমান সংস্থাকে। প্রশাসনিক সূত্রে খবর, এমারজেন্সি এয়ারলিফট অপারেশন চালুর জন্য টিম তৈরির কাজ চলছে পুরোদমে। উদ্ধারের লক্ষ্যে দিল্লি থেকে কাবুলের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার বিমান উড়ান নেওয়া তাহলে কি আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র? উঠছে প্রশ্ন।
EiSamay.Com Air India Airlift
ফাইল ছবি


এক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, গত বছর ২৯ ফেব্রুয়ারি তালিবান এবং আমেরিকার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আমেরিকা জানিয়ে দেয় ২০২১ সালের শেষের মধ্যেই আফগান মুলুক থেকে সেনা সরিয়ে নেওয়া হবে। কথামতো জুলাইয়ের মধ্যেই সেনা সরিয়েছে মার্কিন প্রশাসন। যার জেরে উত্থান হয়েছে তালিবানদের। বিশেষজ্ঞদের আভাসকে সত্যি করে আফগান রাজনীতির কেন্দ্রবিন্দুতে তালিবান। মসনদে মুল্লাহ আব্দুল বরাকর। ভারতের উপরেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কারণ, আমেরিকা আফগান প্রদেশকে নতুন করে সাজিয়ে তোলার সময় উন্নয়নে ভারতের ভূমিকা ছিল অনেকটাই। বাঁধ, স্কুল, ব্রিজ নির্মাণে প্রায় দু’ বিলিয়ন টাকা খরচ করেছে ভারত। মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের তরফ থেকে আগেই সতর্ক করে বলা হয়েছিল, ভারতকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এখনই। তা কী সেটা প্রকাশ্যে আনেনি ভারত সরকার। তবে এই মুহূর্তে যে কেন্দ্র নিজেদের লোকেদের ফেরানোর দিকে গুরুত্ব দিয়েছে তা বলা বাহুল্য। প্রসঙ্গত, এদিন চূড়ান্ত অরাজকতা শুরু হয়েছে কাবুলে। সূত্রের খবর, Us Troop -এর গুলিতে মৃত কমপক্ষে ৫ আফগান।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল