অ্যাপশহর

১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের উপর জারি থাকবে নিষেধাজ্ঞা, জানাল কেন্দ্র

জুন মাসের শুরুতে কেন্দ্রীয় সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, জুলাইয়ে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করা যাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দেশের করোনা পরিস্থিতি বিচার করে।

EiSamay.Com 27 Jun 2020, 11:02 am
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতিদিন লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৫২ জন। এখনও পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। সারা দেশে মোট আক্রান্তের সংখ্যাও মাত্র ৬ দিনে লাখের গন্ডি ছাড়িয়েছে। শনিবার তা পেরিয়ে গেছে ৫ লাখের গন্ডি। এমন অবস্থায় শুক্রবার সিভিল অ্যাভিয়েশনের ডিরেক্টর জেনারেল (DGCA) স্পষ্ট জানিয়ে দিলেন আগামী ১৫ জুলাই পর্যন্ত চলাচল করবে না কোনও আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান।
EiSamay.Com India extends ban on international commercial flights till July 15 as the corona situation in the country worsens
১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের উপর জারি থাকবে নিষেধাজ্ঞা


ডিরেক্টর জেনারেলের তরফে প্রকাশিক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সংস্লিষ্ট কর্তপক্ষের তরফে জানানো হয়েছে ১৫ জুলাই, ২০২০-র রাত ১২টা পর্যন্ত ভারত থেকে কোনও আন্তর্জাতিক উড়ান যাত্রা করবে না। এমনকি বিদেশ থেকে ভারতে কোনও বিমান আসবেও না।’ তবে একই সঙ্গে জানানো হয়েছে আন্তর্জাতিক কার্গো বিমানের উপর থাকবে না কোনও নিষেধাজ্ঞা। এছাড়া আগে থেকে যে সব বিমান চলাচলে অনুমোদন দিয়েছিল DGCA, সেগুলিও থাকবে নিষেধাজ্ঞা আওতার বাইরে।

বেশ কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা ভারতে বিমান চলাচল শুরু করার ইচ্ছা প্রকাশ করেছিল। সিভিল অ্যাভিয়েশন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই বিষয়ে মন্ত্রক প্রতিদিন অবস্থার উপর নজর রাখছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। ‘আমরা আমেরিকা, ফ্রান্স, জার্মানির মতো দেশের বেশ কিছু বিমান সংস্থা থেকে নিয়মিত অনুরোধ পাচ্ছি আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার জন্যে, ঠিক যেভাবে বন্দে ভারত মিশনের অন্তর্গত এয়ার ইন্ডিয়া পরিষেবা দিয়েছে। সেই সব অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, সম্প্রতি মুম্বই থেকে প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে দেশে ঢোকার অনুমতি দেয়নি ফরাসি কর্তৃপক্ষ। শেষ মুহূর্তে বিমান বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বেশ কিছু দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামীদিনে বন্দে ভারত মিশনের (Vande Bharat Mission flights) অধীনে বিমান চালাতে হলে আগে থেকে নির্দিষ্টি দেশ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। এই বিষয়ে সিভিল অ্যাভিয়েশন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘আমরা ১৫ জুন আমেরিকার ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এবং মার্কিন দূতাবাসের সঙ্গে এক দফা আলোচনা করেছি। তাদের নির্দিষ্ট প্রোপোজাল জমা দিতে বলা হয়েছে। আমরা চেষ্ট করছি ভারত-মার্কিন, ভারত-ফ্রান্স, ভারত-জার্মানি এবং ভারত-ইউকে-র মধ্যে পৃথক দ্বিপাক্ষিক চুক্তি সই করার জন্যে। এই সব জায়গায় এখনও ভ্রমণ চাহিদায় কোনও ঘাটতি দেখা দেয়নি। দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল