অ্যাপশহর

India Covid Update : চোখ রাঙাচ্ছে করোনা, দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার পার

নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কতজন আক্রান্ত হয়েছেন? জেন নিন বিস্তারিত...

Produced byসুমন মাঝি | Lipi 29 Mar 2023, 12:56 pm

হাইলাইটস

  • দেশে করোনার দৈনিক সংক্রমণ 2 হাজার গণ্ডি পার।
  • গত পাঁচ মাসে করোনার সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।
  • একদিনে করোনায় মৃত্যু হয়েছে 7 জনের।
উদ্বেগ বাড়িয়ে দেশে করোনার দৈনিক সংক্রমণ ২ হাজারের গণ্ডি পার করল। যা গত ৫ মাসে সর্বোচ্চ। সংক্রমণের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। সেই সঙ্গে পাল্লা দিয়ে গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫১ জন।
এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৪৭ লক্ষ ৯ হাজার ৬৭৬। মঙ্গলবার এই সংখ্যাটি ছিল ১ হাজার ৮০৫। করোনার দৈনিক সংক্রমণের হাইজাম্পের ফলে বৃদ্ধি পেয়েছে সংক্রিয় রোগীর সংখ্যাও। গত কয়েক দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৯০৩ জন।

Corona Update In India : ফের চোখ রাঙাচ্ছে কোভিড, গত ২ সপ্তাহে সংক্রমণ সর্বোচ্চ হারে বৃদ্ধি
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় বলি হয়েছেন সাত জন। কেরালা ও মহারাষ্ট্রে ৩ জন করে এবং কর্নাটকে একজনের মৃত্যু হয়েছে। গত ২৮ মার্চ দেশে করোনায় বলি হয়েছিলেন ৬ জন। এর ফলে এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৩০ হাজার ৮৪৮।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী দৈনিক পজিটিভিটি রেট ১.৫১। তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। এখনও পর্যন্ত ৯৭.৭৮ শতাংশ মানুষ করোনাকে জয় করে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৪১ লক্ষ ৬৬ হাজার ৯২৫ জন করোনা আক্রান্ত।

Covid New Variant : নতুন ভ্যারিয়েন্ট XBB.1.16 প্রভাবেই ভারতে করোনা বৃদ্ধি, আশঙ্কা প্রাক্তন এইমস প্রধানের
মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩৩৬টি কোভিড ভ্যাক্সিন ডোজ দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ২২০.৬৫ কোটি টিকার ডোজ দেওয়া হল। এর মধ্যে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯৫.২০ কোটি এবং ২২.৮৬ কোটি বুস্টার ডোজ।

নতুন করে কোভিড সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়লেও, এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কোভিড টাস্ক ফোর্সের ভাইস-চেয়ারম্যান রাজীব জয়দেবন। তবে, সতর্ক থাকার বার্তা দেন। সেই সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দিয়েছেন তিনি।

কোভিড সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকদের একাংশ। তাঁদের মতে, বর্তমান পরিস্থিতি গত বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের পরিস্থিতিকে মনে করিয়ে দিচ্ছে। যাঁরা এখনও বুস্টার ডোজ নেননি, অবিলম্বে সেই ডোজ নেওয়ার জন্য দিয়েছেন পরামর্শ।
Corona Update In India : উদ্বেগ বাড়াচ্ছে করোনা! ৫ মাসে সর্বাধিক দৈনিক সংক্রমণ
এদিকে, কোভিড পরিস্থিতি নিয়ে গত সোমবার উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। আরটি-পিসিয়ার টেস্টের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি জিনোম সিকোয়েন্সিং টেস্টের উপরও জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব
লেখকের সম্পর্কে জানুন
সুমন মাঝি
ডিজিটাল মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পার করেছেন সুমন। রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ, বিদেশ, উত্তর-পূর্ব ভারতের পাশাপশি বাংলাদেশের খবর এই সময় ডিজিটালের পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন। সত্য ঘটনা পাঠকদের কাছে তুলে ধরাই একমাত্র লক্ষ্য। কঠোর পরিশ্রমই, যে সফলতার একমাত্র পথ এই ফর্মুলায় বিশ্বাস করে সুমন। সিনিয়রদের থেকে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করে চলেছেন। নিউজ পোর্টালের হাত ধরে পথচলা শুরু, বর্তমানে এই সময় ডিজিটালে কর্মরত‌। কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে খুব ভালোবাসে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ে নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।... আরও পড়ুন

পরের খবর