অ্যাপশহর

মাসুদ-প্রসঙ্গ এড়িয়েই সন্ত্রাস রুখতে ভারতের পাশে চিন

ভারত-পাকিস্তান সম্পর্ক যখন ক্রমেই উত্তপ্ত হচ্ছে, তখন পাকিস্তানকে সব সময়ের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চিন।

EiSamay.Com 15 Oct 2016, 9:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সব কিছুর মধ্যেও কোথাও যেন তাল কাটল। হাতে হাত মিলিয়ে সন্ত্রাসবাদ রোখার অঙ্গিকার করলেও, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ নেতা মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়ার বিষয়ে ভারতের দাবিতে সায় দেওয়ার ব্যাপারে কোনও রকম প্রতিশ্রুতি দিল না চিন। চুম্বকে এটাই শনিবারে ভারত-চিন বৈঠক।
EiSamay.Com india china cant afford to have differences on terror pm modi tells xi jinping
মাসুদ-প্রসঙ্গ এড়িয়েই সন্ত্রাস রুখতে ভারতের পাশে চিন


গোয়ায় ব্রিকস সম্মেলনের ফাঁকে এদিন চিনের প্রেসিডেন্ট জি জিংপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দেশের বৈঠকের মূল আলোচ্য বিষয়ই ছিল সন্ত্রাসবাদ। ভারত-পাকিস্তান সম্পর্ক যখন ক্রমেই উত্তপ্ত হচ্ছে, তখন পাকিস্তানকে সব সময়ের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চিন। একই সঙ্গে পরমাণু নিয়ন্ত্রক গোষ্ঠীতে ভারতের অন্তর্ভূক্তির ব্যাপারেও বিরোধিতা চালিয়ে যাচ্ছে চিন। এহেন পরিস্থিতিতে এদিনের বৈঠক খুবই তাত্‍‌পর্যপূর্ণ ছিল।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানান, 'প্রেসিডেন্ট জি জিংপিংয়ের সঙ্গে বৈঠক ফলপ্রসু হয়েছে। ভারত-চিন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।' কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে NSG, মাসুদ আজহার-সহ একাধিক বিষয়ে কথা হয়েছে।

প্রধানমন্ত্রীকে চিনের প্রেসিডেন্ট বলেছেন, 'সন্ত্রাসের শিকার ভারত-চিন, উভয়েই। তাই সন্ত্রাস রুখতে এমন একটা কমন স্ট্র্যাটেজি নিতে হবে, যাতে শুধু দুটো দেশের নয়, গোটা রিজিয়নে জঙ্গি সংগঠনগুলিকে নিকেশ করা যাবে।' তবে মাসুদ আজহারকে রাষ্ট্রসঙ্ঘে জঙ্গি তালিকায় আনতে ভারতের চেষ্টায় সঙ্গ দেওয়ার বিষয়ে বিশেষ কথা দেয়নি চিন। তবে বিষয়টি নিয়ে ভেবে দেখা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন জি জিংপিং।

* Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping on Saturday recognized terrorism as a "key issue".

* Beijing gave no assurance on supporting New Delhi's bid on a UN ban against Pakistan-based terrorist Masood Azhar .

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল