অ্যাপশহর

'ভারত তো হিটলারের জার্মানি হয়ে উঠছে': সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে পঞ্জাবের মুখ্যমন্ত্রী

নাগরিকত্ব আইনকে 'বিভেদ সৃষ্টিকর' আইন হিসেবে উল্লেখ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, 'এনআরসি আর একটা ট্র্যাজেডি!' তাঁর কথায়, 'গরিব মানুষগুলো কোথায় যাবে? কোথা থেকে তাঁরা জন্মের শংসাপত্র জোগাড় করবে?... এটা বড় ট্র্যাজেডি!'

EiSamay.Com 17 Jan 2020, 9:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে কেরালার পথই অনুসরণ করতে চলেছে পঞ্জাব। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং শুক্রবার (১৭ জানুয়ারি) বলেন, সিএএ'র বিরোধিতায় কেরালার মতো পঞ্জাব সরকারও শীর্ষ আদালতের শরণাপন্ন হবে।
EiSamay.Com chandigarh-amarinder-september-september-chandigarh-interview-residence_7973c6a6-de22-11e9-93be-d8edb8f85faf
ক্যাপ্টেন অমরিন্দর সিং, পঞ্জাবের মুখ্যমন্ত্রী


এদিন পঞ্জাব বিধানসভায় ধ্বনি ভোটে নয়া নাগরিকত্ব আইন বিরোধী একটি প্রস্তাবও পাস হয়। তার অব্যবহিত পরে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাপ্টেন অমরিন্দর বলেন, '১৯৩০ সালে হিটলারের শাসনে জার্মানিতে যা হয়েছে, এখন ভারতে তাই হচ্ছে।'

নাগরিকত্ব আইনকে 'বিভেদ সৃষ্টিকর' আইন হিসেবে উল্লেখ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, 'এনআরসি আর একটা ট্র্যাজেডি!' তাঁর কথায়, 'গরিব মানুষগুলো কোথায় যাবে? কোথা থেকে তাঁরা জন্মের শংসাপত্র জোগাড় করবে?... এটা বড় ট্র্যাজেডি!'

তিনি বলেন, 'আমি দুঃখের সঙ্গে বলছি, যখন এটা আমার দেশে ঘটবে, আমি এখানে থাকব না। এই পরিস্থিতিতে কোথায় গিয়ে দাঁড়া আমরা! রাজনীতির জন্য এখানে ভ্রাতৃত্বকে নষ্ট করা হচ্ছে।' হিটলারের প্রসঙ্গ টেনে বলেন, 'জার্মানরা তখন মুখে একটি কথাও বলেনি। পরে, অনুতাপ করেছে। কিন্তু, আমাদের এখনই বলতে হবে। যাতে না পরে অনুতাপ করতে হয়।'

সিএএ-র বিপদ আন্দাজ করতে বিরোধীদের অ্যাডলফ হিটলারকে নিয়ে লেখা বই পড়তে বলেন। রাজ্যগুলির মধ্যে কেরালা বিধানসভা সর্বপ্রথম সিএএ'র বিরুদ্ধে প্রস্তাব পাস করে সুপ্রিম দ্বারস্থ হয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান, কেরালার মতো আমাদের সরকারও বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে চলেছে।

পরের খবর