অ্যাপশহর

‘টাকার অভাব, দয়া করে কিডনি বেচতে দিন’, আবেদন প্রাক্তন বিধায়কের!

লোকসভা নির্বাচনে নির্দল হয়ে লড়বেন প্রাক্তন সমাজবাদী বিধায়ক কিশোর সামরিতে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে এ কোন আবেদন করলেন তিনি? অবশেষে কী রাখা হল তাঁর কাতর আবেদন...

EiSamay.Com 16 Apr 2019, 3:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কোনও দলের হয়ে টিকিট পাননি সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক কিশোর সামরিতে। তাই নির্দল প্রার্থী হয়েই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
EiSamay.Com kishore samrite pleads with election commission to let him sell his kidney to continue election campaign
‘টাকার অভাব, দয়া করে কিডনি বেচতে দিন’


কিন্তু ভোটে লড়তে গেলে পকেটের জোর চাই। সেটাই নাকি আপাতত নেই এই প্রাক্তন বিধায়কের। তাই নির্বাচন কমিশনের কাছে তাঁর কাতর অনুরোধ—‘হয় আমাকে ৭৫ লাখ টাকা দিন, নয়তো কিডনি বিক্রি করার অনুমতি দিন।’

বালাঘাট জেলা নির্বাচন আধিকারিককে লেখা একটি আবেদনপত্রে ৫৬ বছর বয়সী সামরিতের আর্জি, ‘নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনে খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে ৭৫ লাখে। কিন্তু আমার হলফনামা থেকেই স্পষ্ট এই টাকা আমার কাছে নেই। অন্যান্য সব প্রার্থী কোটিপতি। প্রচারের আর মাত্র ১৫ দিন বাকি আছে। কিন্তু জনগণের থেকে চেয়ে আমি অত টাকা সংগ্রহ করতে পারিনি। নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ, হয় তারা আমাকে ৭৫ লাখ টাকা দিক, নয়তো ব্যাংক থেকে ঋণ নেওয়ার অনুমতি দিন। এর কোনোটাই না হলে আমার কিডনি বিক্রির অনুমতি দেওয়া হোক।’

অবশ্য এই আবেদনের কোনও সাড়া তিনি নির্বাচন কমিশনের থেকে পাননি তিনি। ফলে পায়ে হেঁটেই প্রচার শুরু করবেন ১৯ এপ্রিল থেকে।

এই বিষয়ে বালাঘাটের জেলা নির্বাচন আধিকারিক দীপক আর্য জানিয়েছেন, কিশোর সামরিতের কোনও আর্জি মানা সম্ভব নয়। নির্বাচন কমিশনের গাইডলাইন অথবা আইনি এমন কিছু করার অনুমতি নেই।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল