অ্যাপশহর

আয়কর দপ্তরের হাতে এল ₹৩,১৮৫ কোটির কালো টাকা

ডিমনিটাইজেশন পরবর্তী সময়ে এখনও অবধি ৩ হাজার ১৮৫ কোটিরও বেশি অঘোষিত আয় চিহ্নিত করতে সক্ষম হয়েছে আয়কর দফতর। এই কালো টাকার পাশাপাশি দেশজোড়া অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ৮৬ কোটি টাকার নতুন নোট।

EiSamay.Com 20 Dec 2016, 10:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ডিমনিটাইজেশন পরবর্তী সময়ে এখনও অবধি ৩ হাজার ১৮৫ কোটিরও বেশি অঘোষিত আয় চিহ্নিত করতে সক্ষম হয়েছে আয়কর দফতর। এই কালো টাকার পাশাপাশি দেশজোড়া অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ৮৬ কোটি টাকার নতুন নোট।
EiSamay.Com income tax department detects rs 3185 crore black income seizes rs 86 crore worth new notes
আয়কর দপ্তরের হাতে এল ₹৩,১৮৫ কোটির কালো টাকা


আয়কর দফতরের একটি সূত্রে জানানো হয়েছে, ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর থেকে কালো টাকার অনুসন্ধানে এ অবধি ৬৭৭টি অভিযান চালানো হয়েছে। তাতেই ৩,১৮৫ কোটির অঘোষিত আয় প্রকাশ্যে আসে। এ ছাড়াও হাওলা-সহ টাকা লেনদেনের বিভিন্ন ক্ষেত্রে আরও ৩,১০০টি নোটিশ জারি করে বিস্তারিত জানতে চেয়েছেন আয়কর আধিকারিকরা।

নগদ টাকা ছাড়াও বাজেয়াপ্ত হয়েছে ৪২৮ কোটি মূল্যের সোনার গয়না। বাজেয়াপ্ত হওয়া টাকার মধ্যেই ৮৬ কোটিই নতুন ২০০০ টাকার নোট।

আয়কর দফতরের উচ্চপদস্থ এক আধিকারিকের কথা অনুযায়ী গত ১৯ ডিসেম্বর পর্যন্ত তাঁরা ৩,১৮৫ কোটি টাকারও বেশি কালো টাকার সন্ধান করতে পেরেছেন। এর বাইরে ২২০টি মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআই-এর হাতে। এর মধ্যে টাকা পাচার, আর্থিক তছরুপের মতো মামলা রয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল