অ্যাপশহর

যুদ্ধক্ষেত্রে অতিরিক্ত সুবিধে চাইতে পারবেন না মহিলারা: সেনাপ্রধান

'সমান সুযোগ পেতে হলে সমান দায়িত্বও নিতে হবে।' যুদ্ধক্ষেত্রের ফ্রন্টলাইনে আসতে চাইলে মেয়েদের সে কথা মাথায় রেখেই আসতে হবে বলে জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

EiSamay.Com 14 Jan 2017, 1:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: 'সমান সুযোগ পেতে হলে সমান দায়িত্বও নিতে হবে।' যুদ্ধক্ষেত্রের ফ্রন্টলাইনে আসতে চাইলে মেয়েদের সে কথা মাথায় রেখেই আসতে হবে বলে জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মহিলারা অতিরিক্ত কোনও সুবিধা দাবি করতে পারবেন না বলে জানালেন নবনিযুক্ত আর্মি চিফ জেনারেল রাওয়াত।
EiSamay.Com in frontline combat role women cant ask for extra facilities army chief general bipin rawat
যুদ্ধক্ষেত্রে অতিরিক্ত সুবিধে চাইতে পারবেন না মহিলারা: সেনাপ্রধান


সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর নয়াদিল্লিতে আয়োজিত তাঁর প্রথম বার্ষিক কনফারেন্সে বিপিন রাওয়াত মনে করিয়ে দেন যে ফ্রন্টলাইনে অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে সেনা জওয়ানদের যেতে হয়। সেখানে ন্যূনতম কোনও সুযোগ-সুবিধে একজন জওয়ান পান না। সে সব কথা মনে রেখেই যেন মহিলারা ফ্রন্টলাইনে আসেন। কারণ যুদ্ধক্ষেত্রে তাদের পুরুষ সহকর্মীদের সঙ্গে সমান দায়িত্ব ভাগ করে নিতে হবে। একজন পুরুষ সেনা যুদ্ধক্ষেত্রে যা যা করেন, ঠিক সেই সব কাজই একজন মহিলাকেও করতে হবে বলে জানান তিনি।

এক্ষেত্রে তিনি ট্যাঙ্ক নিয়ে টহলে বেরনো সৈন্যদের কথা উল্লেখ করেন। সেই সময় ট্যাঙ্কেই তাদের রান্না, খাওয়া, শোওয়া সবকিছু করতে হয়। এমনকি কোনও টয়লেটের ব্যবস্থাও থাকে না বলে জানান তিনি। মহিলারা ফ্রন্টলাইনে আসবে এ সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে বলে দাবি করেছেন রাওয়াত। মহিলারা সেনাবাহিনীতে এঞ্জিনিয়ারিং ও সিগন্যালিং-এ থাকলেও এখনও পর্যন্ত ইনফ্যানট্রি, আর্মার্ড কর্পস এবং মেকানিক্যাল ইনফ্যান্ট্রিতে তাদের যুক্ত করা হয়নি। ভারতীয় বিমান বাহিনী মহিলাদের কমব্যাট রোলে নিয়োগ করলেও ফরোয়ার্ড বেসে পোস্টিং কমই দেওয়া হয়।


# Army chief says women will need to accept same facilities as men for being considered for frontline combat roles

# Gen Rawat cites bare minimun facilities available at frontlines, saying women will need to adjust to those

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল