অ্যাপশহর

আজমের জেলে টাকার খেলা! মাসে মাত্র ₹৮ লাখেই বন্দিরা পায় ভিআইপি পরিষেবা

অ্যান্টি করাপশন ব্যুরোর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আজমের সেনট্রাল জেলের প্রত্যেক ব্যারাকে একটি করে এমন ঘর আছে যেখানে সব রকম ভিআইপি সুযোগ সুবিধে রয়েছে।

EiSamay.Com 25 Sep 2019, 9:16 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি অ্যান্টি করাপশন ব্যুরোর করা তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে রাজস্থানের আজমেডর জেলে হাই প্রোফাইল বন্দিরা শুধুমাত্র যে নিষিদ্ধ জিনিস অনায়াসেই হাতে পেয়ে যান তা নয়, জেলের ভিতরে রয়েছে ভিভিআইপি সুযোগ সুবিধেও।
EiSamay.Com in ajmer central jail, rich inmates pay rs 8 lakh a month for vip rooms and other vip facilities
আজমেড় জেলে টাকার খেলা!



অ্যান্টি করাপশন ব্যুরোর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আজমের সেনট্রাল জেলের প্রত্যেক ব্যারাকে একটি করে এমন ঘর আছে যেখানে সব রকম ভিআইপি সুযোগ সুবিধে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই আধিকারিক আরও জানান, ‘তদন্তে দেখা গিয়েছে এক থেকে পনেরো নম্বর ব্যারাকে একটি করে ভিআইপি ঘর রয়েছে। এই ঘরগুলি সেই সব ব্যক্তির জন্যে যাদের অর্থের কোনও অভাব নেই। এই ঘরের বাসিন্দাদের ঝকঝকে ঘরের পাশাপাশি বিশেষ খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক দেওয়া হয় নিয়মিত। আর এই ঘরে থাকার জন্যে ধনী বন্দিরা জেল কর্তৃপক্ষকে মাসিক ৮ লাখ টাকা ভাড়া দেয়। জেল কর্মীদের থেকে একজন মিডলম্যান এই সব বন্দিদের আত্মীয়দের থেকে টাকা সংগ্রহ করে আনেন। আবার কোনও কোনও পরিবারে টাকা অনলাইন ট্রান্সফারও করে থাকে।’ চমকের এখানেই শেষ নয়। ভিআইপি ঘরে বসে ধূমপানের শখ হলে দিতে হবে বাড়তি টাকা। এক প্যাকেট সিগারেটের দাম ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। আর শুধু তামাক চাইলে এক প্যাকেটের জন্যে খরচ করতে হবে ৩০০ থেকে ৫০০ টাকা।

তিনি জানান লেনদেনের স্পষ্ট ধারণা পেতে বেশ কিছু ব্যাংককে চিঠি পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত এই চক্রের সঙ্গে যুক্ত ১৮ জনের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রের মূল পান্ডা আজমেড় সেনট্রাল জেলের জেলার যশবন্ত সিং এবং তিন মিডলম্যান রাজেন্দ্র চৌধুরি, অনিল চৌধুরি এবং সীতা রাম।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল