অ্যাপশহর

কিশোরকে যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত যুবতী

নাবালকের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল এক যুবতীর ওপর। আদালতের নির্দেশে পকসো আইনে ওই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ।

EiSamay.Com 30 Aug 2016, 1:21 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নাবালকের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল এক যুবতীর ওপর। আদালতের নির্দেশে পকসো আইনে ওই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। উত্তরপ্রদেশের ঘটনায় নয়া রেকর্ড।
EiSamay.Com in a first in up woman booked under pocso for sexually assaulting minor boy
কিশোরকে যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত যুবতী


আদালতের নির্দেশ মেনে ২৩ বছরের এক মহিলার বিরুদ্ধে ১৬ বছরের কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করল সাহারানপুর পুলিশ। অভিযোগ, তাঁকে বিয়ে করার জন্য ওই কিশোরের ওপর চাপ তৈরি করছেন যুবতী। শিশু নির্যাতন আইনের (পকসো) ৭ ও ৮ নম্বর ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ৩৮৬ নম্বর ধারায় ওই যুবতীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মহিলার সঙ্গে আপত্তিজনক অবস্থায় ওই কিশোরের কিছু ভিডিয়ো ক্লিপিংস অভিযুক্তের হেপাজতে রয়েছে, যার সাহায্যে তিনি নাবালককে যৌন হেনস্থা করছেন। অভিযোগ, আপত্তিজনক ভিডিয়ো ক্লিপিংস প্রকাশ করার হুমকি দিয়ে ওই কিশোরকে তিনি বিয়ে করার জন্য চাপ দিচ্ছেন।

পুলিশের কাছে এই ব্যাপারে প্রথমে অভিযোগ জানাতে যান নিগৃহীত কিশোরের দাদা। অভিযুক্ত এক মহিলা এবং অভিযোগকারী কিশোর হওয়ার কারণে পুলিশ প্রথমে ্ভিযোগ লিপিবদ্ধ করতে রাজি হয়নি। এরপর নিগৃহীতের পরিবার আদালতের দ্বারস্থ হয়। আদালত পুলিশকে অভিযোগ দায়ের করার নির্দেশ দিলে এফআইআর গ্রহণ করে সাহারানপুর থানা।

থানার ভারপ্রাপ্ত আধিকারিক পীযূষ দীক্ষিত জানিয়েছেন, 'আদালতের নির্দেশ মেনে ওই মহিলার বিরুদ্ধে নাবালককে যৌন নির্যাতন করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বিষয়টি প্রেমঘটিত বলে মনে করা হচ্ছে। আমরা জানতে পেরেছি, যুবতী ও কিশোরের মধ্যে চালাচালি হওয়া কিছু টেক্সট মেসেজ এবং কল রেকর্ডিংয়ের ভিত্তিতে নাবালকের ওপর বিয়ের জন্য চাপ তৈরি করছিলেন ওই মহিলা। কিন্তু তাতে কিশোরটি রাজি হয়নি। অনুসন্ধান করে দেখা হচ্ছে মহিলার হেপাজতে নিগৃহীত কিশোর সম্পর্কে কোনও আপত্তিকর ভিডিয়ো ক্লিপিং আছে কি না।'

তাঁর দাবি, 'উত্তরপ্রেদেশে এমন ঘটনা প্রথম, যেখানে নাবালককে যৌন নিগ্রহের দায়ে কোনও মহিলা অভিযুক্ত হলেন।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল