অ্যাপশহর

হেলমেট, সিটবেল্ট না পরায় ২০১৬-য় গড়ে দিনে মৃত ৪৩

পথ দুর্ঘটনার নিরিখে সবচেয়ে ভয়াবহ সময় কেটেছে ২০১৬-য়।

Ei Samay 14 Aug 2017, 11:32 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনার নিরিখে সবচেয়ে ভয়াবহ সময় কেটেছে ২০১৬-য়। সম্প্রতি রাজ্যগুলির কাছে তুলে ধরা কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের রিপোর্ট এই তথ্য প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে যে গত বছর দেশের রাস্তায় গড়ে প্রতিদিন বাইক দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গাড়িতে সিটবেল্ট না বাঁধার কারণে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রোজ আরও ১৫ জনের। রিপোর্টের তথ্য অনুযায়ী, প্রতি ১০০টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩১ জনের।
EiSamay.Com in 2016 not wearing helmets seal belts killed 43 a day
হেলমেট, সিটবেল্ট না পরায় ২০১৬-য় গড়ে দিনে মৃত ৪৩


এই প্রথমবার হেলমেট না পরার কারণে মৃত্যুর সংখ্যা রাজ্যগুলির হাতে তুলে দিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। ২০১৬-য় হেলমেট ন পরার কারণে বাইক দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ১০,১৩৫। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে (৩,৮১৮), এর পরে রয়েছে তামিলনাড়ু (১৯৪৬) এবং মহারাষ্ট্র (১১১৩)। হেলমেট ও সিটবেল্ট না পরার কারণে আসল মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে এমার্জেন্সি আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি।

এই পরিস্থিতিতে বদল আনতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সচেতনতামূলক প্রচার চালানো ছাড়াও দু-চাকার যানে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট গতির থেকে বেশি গতিতে গাড়ি চালানো ও ওভারটেক করলে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

খবরটি ইংরাজিতে পড়ুন।

About 28 two-wheeler riders died daily on Indian roads in 2016 for not wearing helmets and another 15 for not fastening their seatbelts, according to an analysis of data shared by states with the transport ministry.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল