অ্যাপশহর

মোদীতে মুগ্ধ চাষি গড়লেন নরেন্দ্র-মন্দির

সেই কৃতজ্ঞতা বোধ থেকেই নরেন্দ্র মোদীকে তিনি দেবতার আসনে বসিয়েছেন। তাঁর জন্য আলাদা করে মন্দির গড়েছেন। গোটা তামিলনাড়ুতে যখন 'মোদী গো ব্যাক' ধ্বনি, তখন এমন বিপ্রতীপ ছবি চোখ টানে।

EiSamay.Com 26 Dec 2019, 5:28 am
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীর জন্য আস্ত একখান মন্দিরই বানিয়ে ফেললেন তামিলনাড়ুর এক কৃষক। তিরুচিরাপল্লিতে কয়েক বিঘা চাষজমি রয়েছে তাঁর। সেই জমির একধারেই তিনি বানিয়েছেন মোদী মন্দির। সেখানে দেবতাজ্ঞানে মোদীই পুজো পাবেন। তামিলনাড়ুর ওই কৃষকের নাম পি শংকর। জানালেন, প্রধানমন্ত্রীর কাজকর্মে তিনি অনুপ্রাণিত হয়েই এই মন্দির বানিয়েছেন। এ-ও জানালেন, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির মতো মোদীর নানা প্রকল্পের সুযোগ নিয়ে তিনি উপকৃত হয়েছেন। সেই কৃতজ্ঞতা বোধ থেকেই নরেন্দ্র মোদীকে তিনি দেবতার আসনে বসিয়েছেন। তাঁর জন্য আলাদা করে মন্দির গড়েছেন। গোটা তামিলনাড়ুতে যখন 'মোদী গো ব্যাক' ধ্বনি, তখন এমন বিপ্রতীপ ছবি চোখ টানে।
EiSamay.Com Modi


গত সপ্তাহেই এই মোদী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গিয়েছে। মোদীর হাসিমুখের মূর্তির পাশে এখানে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতারও ছবি রয়েছে। ছবি আছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনকী বর্তমান মুখ্যমন্ত্রী এডাপড্ডি কে পালানিস্বামীরও। মন্দির নির্মাণে তাঁর খরচ হয়েছে ১.২ লক্ষ টাকা।

শংকর জানালেন, আট মাস আগে তিনি এই মন্দির তৈরির কাজে হাত দিয়েছিলেন। কিন্তু, আর্থিক সীমাবদ্ধতার কারণে সময়ে শেষ করতে পারেননি।

বিজেপির স্থানীয় এক নেতা জানান, ওই কৃষকের সঙ্গে রাজনীতির যোগ নেই। উনি বিজেপির কর্মী নন। মোদীর প্রতি ওনার ভালোবাসা দেখে আমরা তাঁকে বিজেপিতে যোগ দিতে বলেছি।

এর আগে মোদীর জন্য মন্দির নির্মাণকাজে হাত দেন মুজফফরনগরের মুসলিম মহিলারা। তাঁরা জানান, তিন তালাককে আইন করে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছেন মোদী সরকার। যা এতদিন কেউ করেনি। সে কারণে তাঁরা মোদীর মন্দির নির্মাণ করতে চলেছেন। সেই মহিলা সংগঠনের নেত্রী রুবি গজনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুসলিম মহিলাদের জন্য অনেক করেছেন প্রধানমন্ত্রী। উনি সম্মান পাওয়ার যোগ্য। এ ছাড়া তিনি আরও জানিয়েছেন, তিন তালাক প্রথার অবসান করে মুসলিম মহিলাদের জীবনে বিরাট পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী। বিনামূল্যে বাড়ি-বাড়ি গ্যাস সংযোগ দিয়েছেন। তাই তিনি সম্মান পাওয়ার যোগ্য।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল