অ্যাপশহর

ফের অতি ভারী বর্ষণের সতর্কতা কেরালা-কর্নাটকে

এই দুই রাজ্যের পাশাপাশি ওডিশাতে ভারী বর্ষণের আশঙ্কা করছে মৌসম ভবন। তিন রাজ্যকেই আগাম সতর্ক করা হয়েছে। কেরালার বন্যায় ও বর্ষণজনিত ভূমিধসের কারণে এখনও পর্যন্ত সরকারি ভাবে ১২১ জনের মৃত্যু হয়েছে। এখনও বেশ কয়েক জনের খোঁজ নেই।

EiSamay.Com 23 Aug 2019, 1:07 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দুর্যোগ থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই এখনও শেষ হয়নি। তার মধ্যেই ফের নতুন করে দুর্যোগের ভ্রুকুটি। বৃহস্পতিবার ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেরালা উপকূলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে কর্নাটকের উপকূলীয় অংশেও।
EiSamay.Com Kerala Rain


এই দুই রাজ্যের পাশাপাশি ওডিশাতে ভারী বর্ষণের আশঙ্কা করছে মৌসম ভবন। তিন রাজ্যকেই আগাম সতর্ক করা হয়েছে। কেরালার বন্যায় ও বর্ষণজনিত ভূমিধসের কারণে এখনও পর্যন্ত সরকারি ভাবে ১২১ জনের মৃত্যু হয়েছে। এখনও বেশ কয়েক জনের খোঁজ নেই।

সরকারি হিসেবে, বিগত চার বছরে ভারতে বন্যার বলি ৬,৮০০ জন। ফলে, এদিন আবহাওয়ার পূর্বাভাসে নতুন করে দুর্যোগ ফিরে আসার আশঙ্কা করছেন কেরালাবাসী।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল