অ্যাপশহর

BRICS-এর সেরা বিশে IISc, ঠাঁই পেল তিন IIT-ও

BRICS-র QS র‌্যাঙ্কিংয়ে সেরা ২০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম উঠল বেশ কয়েকটি ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানের।

EiSamay.Com 23 Nov 2017, 12:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: BRICS-র QS র‌্যাঙ্কিংয়ে সেরা ২০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম উঠল বেশ কয়েকটি ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানের। শ্রেষ্ঠত্বের বিচারে প্রথম ২০তেই রয়েছে তিনটি আইআইটি এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স।
EiSamay.Com iits in bombay delhi madras iisc bangalore among top 20 brics universities
BRICS-এর সেরা বিশে IISc, ঠাঁই পেল তিন IIT-ও


ভারত, চিন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের ৩০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের থেকে বাছাই করে এই ২০টি বিশ্ববিদ্যালয়কে কোকাকারেলে সাইমন্ডস র্যা ঙ্কিং দেওয়া হয়েছে।

এরই মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি বম্বে জায়গা করে নিয়েছে নবম স্থানে। দশে নাম রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স-এর। পনেরো এবং আঠারো নম্বরে যথাক্রমে নাম রয়েছে আইআইটি দিল্লি এবং আইআইটি মাদ্রাস। তবে সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটটি স্থানই অধিকার করেছে চিনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তার মধ্যে রয়েছে সিংহুয়া বিশ্ববিদ্যালয়, পেকিং বিশ্ববিদ্যালয় এবং ফুদান বিশ্ববিদ্যালয়।

ইউজিসি-র চেয়ারম্যান ভি এস চৌহান জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও র‌্যাঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ। এর জন্যে নিজেদের অন্যভাবে দেখার চেষ্টা করছে এই সব শিক্ষা প্রতিষ্ঠান। চেষ্টা করছে প্রতিষ্ঠানের শিক্ষাগত এবং গুণগত মান উন্নত করার। ভারতের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। সরকারও বুঝছে যে আমাদের দেশের সম্মান বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ২০১৬ সালে ২০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারত থেকে জায়গা করতে পেরেছিল শুধুমাত্র বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। গত বছর আইআইএস ৬ নম্বরে ছিল।

খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল