অ্যাপশহর

ভারতেই ড্রোন ডেভেলপমেন্ট কেন্দ্র আইআইটি হায়দরাবাদের

জাপানের টেরা ড্রোন কর্পোরেশনের সঙ্গে এর মধ্যে মউ (MoU) সইও হয়ে গিয়েছে আইআইটির। মানবহীন এরিয়াল ভেহিকল বা ড্রোনের ক্ষেত্রে এটি হতে চলেছে 'সেন্টার অফ এক্সিলেন্স'।

EiSamay.Com 19 Apr 2019, 12:09 am
এই সময় ডিজিটাল ডেস্ক: জাপানি একটি সংস্থার সহযোগিতায় ভারতেই এবার ড্রোন ডেভেলপমেন্ট কেন্দ্র গড়তে চলেছে আইআইটি হায়দরাবাদ। জাপানের টেরা ড্রোন কর্পোরেশনের সঙ্গে এর মধ্যে মউ (MoU) সইও হয়ে গিয়েছে আইআইটির।
EiSamay.Com drone 11


মানবহীন এরিয়াল ভেহিকল বা ড্রোনের ক্ষেত্রে এটি হতে চলেছে 'সেন্টার অফ এক্সিলেন্স'। আইআইটি সূত্রে খবর, এটি একটি যৌথ প্রকল্প। ড্রোন সংক্রান্ত যাবতীয় ওয়ার্কশপ, সেমিনার, লেকচারে আইআইটি হায়দরাবাদকে সহযোগিতা করবে টেরা ড্রোন ইন্ডিয়া। পড়ুয়াদের জন্য ইনটার্নশিপ প্রোগ্রামেরও সুযোগ থাকবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল