অ্যাপশহর

‘টিভি স্টার দেশের শিক্ষামন্ত্রী হলে, আমিও অর্থনীতি নিয়ে কথা বলতে পারি’

মোদী থেকে জেটলি, প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি, কাউকেই কটাক্ষ করতে ছাড়েননি ‘শটগান’।

EiSamay.Com 25 Nov 2017, 9:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: যুব কংগ্রেসের ম্যাগাজিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘চা ওয়ালা’ বলার দিন কয়েক বাদে দলেরই অন্যতম নেতা এবং সাংসদ শত্রঘ্ন সিনহাও ফের বিতর্কিত মন্তব্য করলেন। মোদী থেকে জেটলি, প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি, কাউকেই কটাক্ষ করতে ছাড়েননি ‘শটগান’।
EiSamay.Com if tv actor can become hrdminister why cant i speak on economyshatrughan
‘টিভি স্টার দেশের শিক্ষামন্ত্রী হলে, আমিও অর্থনীতি নিয়ে কথা বলতে পারি’


তিনি বলেন, ‘যদি উকিলবাবু (পড়ুন অরুণ জেটলি) অর্থনীতি নিয়ে কথা বলেন, যদি একজন টিভি অভিনেত্রী (স্মৃতি ইরানি) শিক্ষামন্ত্রী হতে পারেন, যদি একজন চা ওয়ালা... আমি আর বেশি বলছি না, তবে আমি কেন দেশের অর্থনীতি নিয়ে কথা বলতে পারব না। আমার মন থেকেই কথা গুলি বলছি। যদিও এটা মন কী বাত নয়। কারণ একজন ওই কথাটির ওপর পেটেন্ট নিয়ে বসে আছেন।’

তাঁর এই বক্তব্যের সময় সভায় রীতিমতো হাসির রোল ওঠে। তিনি আরও বলেন, ‘অনেকে বলেন, আমি আমার নিজের সরকারের বিরুদ্ধেই কথা বলি কারণ আমায় মন্ত্রী করা হয়নি। সত্যি কথা বলতে, মন্ত্রী হওয়ার কোনও বাসনাই আমার নেই। আজ যাঁরা মন্ত্রীর গদিতে বসে আছেন তাঁদের নিজস্ব কোনও মতমত নেই। সকলেই নিজের প্রভুদের তুষ্ট করে গদি সামলাতে ব্যস্ত।’

তাঁর কথায়, ‘আমি রামমনোহর লোহিয়াকে দেখে সুস্থ রাজনীতিতে এসেছিলাম। না বাঁচব, না বাঁচতে দেব মার্কা রাজনীতি করতে আসিনি (মোদী বলেছিলেন, ঘুষ খাব না খেতেও দেব না। সেই কথাকেই ব্যঙ্গ করে এটা বলেন)। এখন দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ‘হয় তুমি আমার সঙ্গে আছ, নয়তো তুমি দেশ-বিরোধী’ বলা হচ্ছে। কী চলছে এখন দেশে? গো-রক্ষার নামে সাধারণ মানুষকে খুন করা হচ্ছে। বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক এমনকী বিচারকদেরও নির্বিচারে খুন করা হচ্ছে। আজ ধন-শক্তি জনশক্তির চেয়েও বেশি শক্তিশালী। আমার মতো কোনও মানুষ সামনে এসে এর বিরুদ্ধে কথা বললে এর পেছনে উদ্দেশ্য খোঁজা হচ্ছে, প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। যদি গরিব, অত্যাচারিত এবং যুবাদের হয়ে কথা না বলতে পারি, তবে রাজনীতিতে কী করছি?’

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল